Gujarat's Rajkot Fire: গুজরাতের গেমিং জোনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৫, রয়েছে শিশুও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Gujarat's Rajkot Fire: শনিবার বিকেলে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। ঘটনাস্থলের মারা যান উপস্থিত একাধিক মানুষ। উদ্ধারকাজ শুরু হলে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা।
রাজকোট: গুজরাতের রাজকোটের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল। সংবাদ সংস্থা সূত্রে খবর, গেমিং জোনের অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক শিশু। শনিবার বিকেলে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। ঘটনাস্থলের মারা যান উপস্থিত একাধিক মানুষ। উদ্ধারকাজ শুরু হলে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা।
পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, “মৃতদেহগুলি এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে শনাক্ত করাই কঠিন“। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সন্ধে নাগাদ টিআরপি গেমিং জোনে আগুন লাগে। উদ্ধারকাজ চলছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যত বেশি সম্ভব দেহ উদ্ধারের কাজ চলছে”।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, যখন আগুন লাগে তখন সেখানে প্রচুর মানুষের সঙ্গে শিশুরাও উপস্থিত ছিল। রাজকোটের কালেক্টর প্রভাব যোশী জানিয়েছেন, সাড়ে ৪টে নাগাদ গেমিং জোনে আগুন লাগার খবর আসে দমকলের কাছে, আগুন লাগার পরেই গেমিং জোন ভেঙে পড়ে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার নির্দেশ দিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 25, 2024 11:25 PM IST