Gujarat's Rajkot Fire: গুজরাতের গেমিং জোনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৫, রয়েছে শিশুও

Last Updated:

Gujarat's Rajkot Fire: শনিবার বিকেলে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। ঘটনাস্থলের মারা যান উপস্থিত একাধিক মানুষ। উদ্ধারকাজ শুরু হলে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা।

গুজরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
গুজরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজকোট: গুজরাতের রাজকোটের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল। সংবাদ সংস্থা সূত্রে খবর, গেমিং জোনের অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক শিশু। শনিবার বিকেলে দাউ দাউ করে জ্বলতে দেখা যায় রাজকোটের টিআরপি গেমিং জোনকে। ঘটনাস্থলের মারা যান উপস্থিত একাধিক মানুষ। উদ্ধারকাজ শুরু হলে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা।
পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক প্যাটেল বলেছেন, “মৃতদেহগুলি এতটাই বিকৃত হয়ে গিয়েছে যে শনাক্ত করাই কঠিন“। রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সন্ধে নাগাদ টিআরপি গেমিং জোনে আগুন লাগে। উদ্ধারকাজ চলছে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসেছে। যত বেশি সম্ভব দেহ উদ্ধারের কাজ চলছে”।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের মতে, যখন আগুন লাগে তখন সেখানে প্রচুর মানুষের সঙ্গে শিশুরাও উপস্থিত ছিল। রাজকোটের কালেক্টর প্রভাব যোশী জানিয়েছেন, সাড়ে ৪টে নাগাদ গেমিং জোনে আগুন লাগার খবর আসে দমকলের কাছে, আগুন লাগার পরেই গেমিং জোন ভেঙে পড়ে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করার নির্দেশ দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat's Rajkot Fire: গুজরাতের গেমিং জোনের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৫, রয়েছে শিশুও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement