Hardik Pandya- Natasa Stankovic: হার্দিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে নাতাশা, কী উত্তর দিলেন তিনি?

Last Updated:

Hardik Pandya- Natasa Stankovic: হার্দিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছে। দু’জনে এই বিষয় নিয়ে স্পষ্ট ভাবে কিছু না বললেও, জল্পনা ছড়িয়েছে যে সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গেই হার্দিকের সম্পত্তির একটা বড় অংশ পেতে চলেছেন নাতাশা।

হার্দিক-নতাশার সম্পর্ক নিয়ে মুখ খুললেন নাতাসা।
হার্দিক-নতাশার সম্পর্ক নিয়ে মুখ খুললেন নাতাসা।
মুম্বই: হার্দিকের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ নিয়ে জোর জল্পনা চলছে। দু’জনে এই বিষয় নিয়ে স্পষ্ট ভাবে কিছু না বললেও, জল্পনা ছড়িয়েছে যে সম্পর্ক ভাঙার সঙ্গে সঙ্গেই হার্দিকের সম্পত্তির একটা বড় অংশ পেতে চলেছেন নাতাশা।
এই বার সরাসরি বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন হার্দিক-পত্নী। শনিবার নাতাশাকে দেখা গিয়েছিল অ্যালেকজান্ডার অ্যালেক্সলিচের সঙ্গে, দিশা পটানির সঙ্গে অ্যালেকজান্ডারের সম্পর্ক নিয়েও জল্পনা চলছে। সাংবাদিকদের দেখার পরে প্রথমে নাতাসা ছবি তোলার জন্য পোজ দিলেও, পরে যখনই তাঁকে হার্দিকের সঙ্গে সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হয় তখন নাতাশা মৃদু হেঁটে ‘ধন্যবাদ’ বলে গাড়ির দিকে পা বাড়ান।
advertisement
advertisement

View this post on Instagram

Shared post on

advertisement
হার্দিক এবং নাতাশা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০২০ সালে লকডাউনের সময়। তাঁদের তিন বছরের একটি ছেলেও আছে। সম্প্রতি নাতাসা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে পান্ডিয়া পদবি সরিয়ে দেন, যার ফলে তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা তৈরি হয়। শনিবার নাতাশা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি স্টোরি শেয়ার করে লেখেন- এবার এক জন পথে বসবে। তাঁর সেই পোস্টের পরেই হার্দিক-নাতাশার বিচ্ছেদ নিয়ে আরও বেশি জল্পনা ছড়ায়। যদিও দুই জনের কেউই বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি।
বাংলা খবর/ খবর/খেলা/
Hardik Pandya- Natasa Stankovic: হার্দিকের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রশ্নের মুখে নাতাশা, কী উত্তর দিলেন তিনি?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement