রাজস্থানের স্টেডিয়াম ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে
Last Updated:
ভয়াবহ দুর্ঘটনা ৷ রাজস্থানে স্টেডিয়াম ভেঙে বিপত্তি ৷ রাজস্থানের পদ্মাপুরে অবস্থিত একটি স্টেডিয়াম ভেঙে পড়ে রবিবার সন্ধ্যেবেলা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে ৷
#জয়পুর: ভয়াবহ দুর্ঘটনা ৷ রাজস্থানে স্টেডিয়াম ভেঙে বিপত্তি ৷ রাজস্থানের শ্রীগঙ্গানগরে পদ্মাপুর স্টেডিয়াম ভেঙে পড়ে ৷ রবিবার সন্ধ্যেবেলা ঘটনাটি ঘটে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে ৷ এখনও পর্যন্ত গরুতর আহত হয়েছেন ১৭ জন ৷ এছাড়াও আহতের সংখ্যা প্রায় ১০০ ছাড়িয়েছে৷ স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর ৷
#WATCH: Tin shed collapses during a tractor race in Sri Ganganagar's Padampur earlier today. Many feared injured. #Rajasthan pic.twitter.com/rel9ChXhnD
— ANI (@ANI) July 29, 2018
advertisement
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর ৷
advertisement
স্টেডিয়াম কর্তৃপক্ষ সূত্রে খবর, এখনও অবধি বেশ কয়েকজন আটকে রয়েছে স্টেডিয়ামের ভিতরে ৷ সেই সময় স্টেডিয়ামে ট্রাক্টর রেস চলছিল ৷ ভর্তি স্টেডিয়ামে তখন উত্তেজনার পারদ তুঙ্গে ৷ আচমকাই ঘটে দুর্ঘটনাটি ৷ ভেঙে পড়ে স্টেডিয়ামের বেশ কিছুটা অংশ ৷ প্রায় শ’খানেক দর্শক ছিলেন স্টেডিয়ামে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ ৷
advertisement
এই ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ৷ স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে শীঘ্রই আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়া হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2018 7:43 PM IST