Lover sends parcel bomb to married woman: বিবাহিত প্রাক্তন প্রেমিকার জন্য উপহার পাঠালেন প্রেমিক, খুলতেই মর্মান্তিক পরিণতি

Last Updated:

Lover sends parcel bomb to married woman: সম্পর্কের মর্মান্তিক পরিণতি হল গুজরাতের ভাদালিতে। বৃহস্পতিবার প্রেমিকাকে একটি পার্সেল পাঠান তাঁর প্রেমিকা। ঘটনাচক্রে পার্সেলটি খোলার পরেই বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান প্রেমিকার স্বামী, গুরুতর আহত হয় তাঁর ১২ বছরের মেয়ে।

সম্পর্কের মর্মান্তিক পরিণতি।
সম্পর্কের মর্মান্তিক পরিণতি।
ভাদালি: সম্পর্কের মর্মান্তিক পরিণতি হল গুজরাতের ভাদালিতে। বৃহস্পতিবার প্রেমিকাকে একটি পার্সেল পাঠান তাঁর প্রেমিকা। ঘটনাচক্রে পার্সেলটি খোলার পরেই বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান প্রেমিকার স্বামী, গুরুতর আহত হয় তাঁর ১২ বছরের মেয়ে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনার সময়ে বাড়িতে ছিলেন না সেই মহিলা, তাই পার্সেলটি খোলেন মহিলার স্বামী, তার পরেই বিস্ফোরণ ঘটে। অভিযোগ, মহিলার প্রেমিক জয়ন্তিভাই বালুসিংহ অটোয় করে প্রেমিকার জন্য উপহার পাঠিয়েছিলেন। উপহারের মধ্যে টেপ রেকর্ডার জাতীয় কোনও বস্তু ছিল, সেটি খোলার পরেই বিস্ফোরণ ঘটে।
advertisement
advertisement
ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জয়ন্তিভাই গুজরাত থেকে রাজস্থান গিয়েছিলেন বিস্ফোরণের সামগ্রী সংগ্রহ করতে। সিসিটিভ দেখে যেই অটোচালক পার্সেলটি পাঠিয়েছিলেন তাকে চিহ্নিত করেছে পুলিশ। অটোচালককে জেরা করে একাধিক তথ্য জানতে পেরেছে পুলিশ। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত জয়ন্তিভাইকে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত জানতে পেরে যায় যে তার প্রাক্তন প্রেমিকা বিবাহিত, তার পরেই সে প্রেমিকার স্বামীকে খুন করার পরিকল্পনা করতে থাকে। প্রেমিকার অপর দুই মেয়ে প্রাণে বাঁচলেও তারাও বিস্ফোরণে জখম হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Lover sends parcel bomb to married woman: বিবাহিত প্রাক্তন প্রেমিকার জন্য উপহার পাঠালেন প্রেমিক, খুলতেই মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement