Same-Sex Marriage in India: 'বড়' রায় সুপ্রিম কোর্টের, বাচ্চা দত্তক নেওয়ার অধিকার সমকামী দম্পতিদের
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
India Same-Sex Marriage Verdict: আজ অবশেষে রায় ঘোষণা করল আদালত। সমলিঙ্গ বিবাহিতদের বাচ্চা দত্তক নেওয়ার অধিকার দিলেন প্রধান বিচারপতি।
নয়া দিল্লিঃ সমকামিতা নিয়ে নানা মুনির নানা মত। তবে সমলিঙ্গের বিয়েকেও নিয়ে আজ রায় দিস সুপ্রিম কোর্ট। এটা নিয়ে দীর্ঘ শুনানি হয়েছে শীর্ষ আদালতে। কেন্দ্র-সহ সব পক্ষের মতামত শোনার পর রায়দান স্থগিত রেখেছিল উচ্চ আদালত। তবে, আজ অবশেষে রায় ঘোষণা করল আদালত। সমলিঙ্গ বিবাহিতদের বাচ্চা দত্তক নেওয়ার অধিকার দিলেন প্রধান বিচারপতি।
আরও পড়ুনঃ ‘বিশেষ বিবাহ আইনে বদল সংসদ করতে পারবে, আদালত নয়!’ সমলিঙ্গ বিবাহ মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে
সমলিঙ্গ বিবাহ নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে একগুচ্ছ নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। সমলিঙ্গ বিবাহ মামলার রায় শোনাতে শুরু করল সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানালেন, আদালত আইন তৈরি করতে পারে না। কিন্তু, আইনের ব্যাখ্যা দিতে পারে। এই মামলায় মোট ৪টি রায় আছে।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সমকামী সম্পর্ককে বৈধ বলে রায় দেয় সুপ্রিম কোর্ট। তারপর, চলতি বছরের মে মাস থেকে সমলিঙ্গের বিয়ে নিয়ে ম্যারাথন শুনানি চলে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির বেঞ্চে এর শুনানি হয়। ৫ বিচারপতির মধ্যে ছিলেন বিচারপতি এস.কে কাউল, বিচারপতি এস. আর ভাট বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি পি.এস নরসিমহা। তবে, গতকাল সোমবার সব শুনানি শেষ হয়। আর দীর্ঘ প্রতীক্ষার পর আজ এই বিষয়ে রায় দিল শীর্ষ আদালত।
advertisement
পশ্চিমের দেশ আমেরিকা, অস্ট্রেলিয়া-সহ বহু দেশে সমলিঙ্গের বিয়ে আইনি স্বীকৃত পেয়েছে। গত কয়েক মাস ধরে এই রায়ের দিকে তাকিয়ে এলজিবিটিকিউ সমাজ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 17, 2023 12:03 PM IST








