Marriage Dowry Case: বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় ১৯ বছরের নববধূর মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ...

Last Updated:

Marriage Dowry Case: হরিয়ানার ফরিদাবাদে এক মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে এসেছে৷ সেখানে ১৯ বছরের এক নববধূ শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়েছেন৷ বিস্তারিত জানুন...

বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় ১৯ বছরের নববধূর মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ...AI Image
বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় ১৯ বছরের নববধূর মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ...AI Image
ফরিদাবাদ: বিয়ের মাত্র ১৩ দিন পর ফরিদাবাদের এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সন্দেহ করছে, এটি পণের জন্য আত্মহত্যার ঘটনা হতে পারে।
মৃত নববধূর নাম খুশবু (১৯)। ১১ মার্চ ফরিদাবাদের সিকরাউনা এলাকায় নিজের শ্বশুরবাড়িতে তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের দাবি, খুশবুকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য মানসিক নির্যাতন করত।
advertisement
প্রতিবেদন অনুসারে, ১১ মার্চ রাতে খুশবুর স্বামী গৌতম কুমার তার ভাই পবন কুমারকে ফোন করে জানায়, সে খুশবুর কোনও সাড়া পাচ্ছে না। পরিবারের লোকজন তখন খুশবুর ঘরে গিয়ে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে তারা দেখে, সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।
advertisement
খুশবুর ভাই পবন কুমার পুলিশকে জানিয়েছেন, ঘটনার কিছুক্ষণ আগে খুশবু তার মাকে ফোন করেছিল, তবে সেই কথোপকথনের বিষয়বস্তু এখনও জানা যায়নি। পবন দাবি করেছেন, তার বোন শ্বশুরবাড়িতে ভালোভাবেই থাকছিল এবং কোনও সমস্যা ছিল না।
advertisement
ফরিদাবাদ পুলিশের অফিসার যশপাল জানিয়েছেন, খুশবুর বাবা সুরেন্দ্র পাল-এর অভিযোগের ভিত্তিতে তার স্বামী গৌতম কুমার, শাশুড়ি ললিতা দেবী ও আরও দুই শ্বশুরবাড়ির সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে।
খুশবুর মৃতদেহ বাদশাহ খান সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এখন ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে, যা মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করতে সহায়তা করবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Marriage Dowry Case: বিয়ের মাত্র ১৩ দিনের মাথায় ১৯ বছরের নববধূর মর্মান্তিক পরিণতি! শ্বশুরবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement