Marriage Age Bill: সুস্মিতা দেব, প্রিয়াঙ্কা চতুর্বেদীর সুরেই সওয়াল! বড় অভিযোগ নিয়ে এবার সরব স্বাতী মালিওয়াল...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Marriage Age Bill : নরেন্দ্র মোদি সরকারের আনা বাল্য বিবাহ সংশোধনী বিল খতিয়ে দেখার দায়িত্বপ্রাপ্ত সংসদীয় স্থায়ী কমিটিতে মাত্র একজন মহিলা সদস্য রাখার প্রতিবাদ জানালেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল।
এভাবেই নরেন্দ্র মোদি (সরকারের আনা বাল্য বিবাহ সংশোধনী বিল (Marriage Age Bill) খতিয়ে দেখার দায়িত্বপ্রাপ্ত সংসদীয় স্থায়ী কমিটিতে মাত্র একজন মহিলা সদস্য রাখার প্রতিবাদ জানালেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী (Swati Maliwal) মালিওয়াল।
advertisement
৩১ সদস্যের সংসদীয় স্থায়ী কমিটিতে কেন মাত্র একজন মহিলাকে রাখা হয়েছে সেই প্রশ্ন তুলে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়েছেন তিনি। তাঁর দাবি, যেহেতু এই বিলটি মহিলাদের ভবিষ্যত সম্পর্কে, সেই কারণে বিলটি খতিয়ে দেখার দায়িত্বপ্রাপ্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হোক একজন মহিলা সাংসদকে। প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষা, মহিলা ও শিশু উন্নয়ন, ক্রীড়া ও যুবকল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে বাল্য বিবাহ সংশোধনী বিলটি।
advertisement
এই সংসদীয় স্থায়ী কমিটির (Marriage Age Bill) একমাত্র মহিলা সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। একজন মহিলা সদস্য থাকা নিয়ে আপত্তি জানিয়েছেন সুস্মিতা দেব এবং শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। প্রসঙ্গত উল্লেখ্য, বাল্য বিবাহ সংশোধনী বিলটি (Marriage Age Bill) পাঠানো হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে।
advertisement
শিক্ষা, মহিলা, শিশু, ক্রীড়া ও যুবকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটি বিলটি খতিয়ে দেখে সুপারিশ করবে। তাদের সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করার কথা সরকারের। এই স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধকে। মহিলাদের সংখ্যা পর্যাপ্ত না থাকা নিয়ে দু'দিন আগেই অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। এবার একই সুরে সরব হলেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal) ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2022 11:35 PM IST