শক্তি বাড়ছে আন্দোলনের, সংরক্ষণের দাবিতে আগামীকাল ফের মহারাষ্ট্র বনধের ডাক মারাঠা মোর্চার
Last Updated:
গোটা রাজ্যের প্রায় ২,০০০ মারাঠা যুবককে গ্রেফতার করা হয়েছে এবং সেই পুলিশি অভিযোগগুলিও প্রত্যাহার করে নি মহারাষ্ট্র সরকার, জানিয়েছেন মারাঠা ক্রান্তি মোর্চার নেতা বিনোদ পোখারকার
#মুম্বই: সংরক্ষণের দাবিতে আরও একবার মহারাষ্ট্র বনধের ডাক দিল মারাঠা সংগঠনগুলি । তাঁদের দাবি আগের চেয়ে অনেক জোরালো হবে এই বনধ যার জেরে ব্যহত হতে পারে যোগাযোগ ও যান চলাচল ব্যবস্থা । আগামীকাল ৯ অগস্ট রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে সংগঠনগুলি ।
ফড়নবিস সরকার ২০১৪ সালের নির্বাচনের আগে যে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছুই পূরণ করে নি । গোটা রাজ্যের প্রায় ২,০০০ মারাঠা যুবককে গ্রেফতার করা হয়েছে এবং সেই পুলিশি অভিযোগগুলিও প্রত্যাহার করে নি মহারাষ্ট্র সরকার, জানিয়েছেন মারাঠা ক্রান্তি মোর্চার নেতা বিনোদ পোখারকার । এখনও জেলে বন্দী এই যুবকেরা ও তাঁদের এই অবস্থা থেকে উদ্ধার করতেও কিছু করেনি সরকার । ফড়নবিস গত মাসেই জানিয়েছিলেন এই যুবকদের বিরুদ্ধে মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হবে কিন্তু সেরকম কিছুই হয় নি, ক্ষুব্ধ পোখারকার ।
advertisement
আরও এক নেতা ভাইয়া পাটিলের কথায় এই বনধের মাধ্যমে মারাঠা গোষ্ঠীগুলি কতখানি শক্তিশালী তা বুঝিয়ে দেওয়া হবে । বেশ কয়েকটি জেলায় চলবে জোরদার আন্দোলন ।
advertisement
এদিন এবিষয়ে মারাঠা গোষ্ঠীগুলিকে হিংসা ও আত্মহত্যার প্রচেষ্টা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2018 10:55 AM IST










