Manmohan Singh funeral controversy: মনমোহনের শেষকৃত্য ঘিরে হঠাৎ বিতর্ক! ইচ্ছাকৃত অপমানের অভিযোগ কংগ্রেসের, পাল্টা বিঁধল বিজেপি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মনমোহন সিংয়ের শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটের নাম ঘোষণা করা৷
নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যকে কেন্দ্র করে হঠাৎই বিতর্ক৷ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে৷ যদিও কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস৷ গুরুতর অভিযোগ তুলে তারা দাবি করেছে, প্রয়াত প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হচ্ছে৷
এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মনমোহন সিংয়ের শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটের নাম ঘোষণা করা৷ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, প্রয়াত মনমোহন সিংয়ের শেষকৃত্য এমন জায়গায় করা হোক, যেখানেএকটি স্মৃতি সৌধ তৈরি করা যাবে৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করেছেন, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেও এই অনুরোধ করেন সনিয়া গান্ধি৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে একই অনুরোধ করেছিলেন৷ তার পরেও নিগমবোধ ঘাটের নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেখানে কোনও স্মৃতিসৌধ গড়া সম্ভব নয় বলেই মত কংগ্রেস নেতৃত্বের৷ জয়রাম রমেশের অভিযোগ, প্রয়াত মনমোহন সিংকে ইচ্ছাকৃত অসম্মান করার চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার৷
advertisement
Earlier this morning, Congress President had written to the Prime Minister, suggesting that the cremation of the former Prime Minister, Dr Manmohan Singh, take place at a location where a memorial could be built to honour his legacy.
The people of our country are simply unable…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 27, 2024
advertisement
advertisement
এক্স হ্যান্ডেলে জয়রাম রমেশ লিখেছেন, ‘দেশবাসী বুঝতে পারছে না, কেন ভারত সরকার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ভাবমূর্তি, অসামান্য সাফল্য এবং কয়েক দশক ধরে দেশের প্রতি অবদানের সঙ্গে মানানসই একটি জায়গা তাঁর শেষকৃত্যের জন্য খুঁজে পেল না৷ এটি দেশের প্রথম শিখ প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে ইচ্ছাকৃত অসম্মান ছাড়া আর কিছু নয়৷’
advertisement
আরও পড়ুন: বরাদ্দ ছিল কয়েক কোটির BMW, মনমোহনের পছন্দের গাড়ি ছিল কোনটি? ফাঁস করলেন একসময়ের ছায়াসঙ্গী
কংগ্রেসের সঙ্গে একই অভিযোগে সরব হয়েছে শিরোমণি অকালি দলও৷ তাদেরও অভিযোগ, মনমোহন সিংয়ের পরিবার স্মৃতি সৌধ গড়ার যে দাবি জানিয়েছিল, তা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷
প্রয়াত প্রধানমন্ত্রীর স্মৃতি সৌধ গড়ার দাবিকে নিয়ে পাল্টা কংগ্রেসকে বিঁধেছে বিজেপিও৷ বিজেপি-র সর্বভারতীয় মুখপাত্র প্রধানমন্ত্রীকে লেখা মল্লিকার্জুন খাড়গের চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাল্টা প্রশ্ন করেছেন, কেন দশ বছর ক্ষমতায় থেকেও ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে আর এক প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাওয়ের স্মৃতি সৌধ গড়ার উদ্যোগ নেয়নি কংগ্রেস?
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 27, 2024 11:32 PM IST