১৬ বছর পর অনশন প্রত্যাহার করলেন ইরম শর্মিলা চানু, হতে চান মণিপুরের মুখ্যমন্ত্রী

Last Updated:

শুরু করেছিলেন ১৬ বছর আগে ৷ ১৬টা বছর পার করেছেন এই একইভাবে ৷ অবশেষে আজ অনশন প্রত্যাহার করছেন লৌহমানবী ইরম চানু শর্মিলা ৷

#ইম্ফল: শুরু করেছিলেন ১৬ বছর আগে ৷ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে হাসপাতালের বেডে নাকে রাইলস টিউব গোঁজা শর্মিলার ছবি ৷ ১৬টা বছর পার করেছেন এই একইভাবে ৷ অবশেষে মঙ্গলবার অনশন প্রত্যাহার করলেন লৌহমানবী ইরম চানু শর্মিলা ৷ এরইসঙ্গে ২০০০ সালের ৪ নভেম্বর থেকে শুরু হয়ে আখ্যানে পরিণত হওয়া এক নারীর আন্দোলনের একটি পর্ব শেষ হল  ৷
আজ ১৬ বছর পর অনশন ভাঙলেন ৪৪ বছরের শর্মিলা ৷ সকাল সাড়ে ১০ টায় হাসপাতাল থেকে বেরিয়ে রওনা দিলেন মণিপুর আদালতের উদ্দেশ্যে ৷ সেখানেই অনশন প্রত্যাহার করলেন তিনি ৷ জানালেন এরপর তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান ৷
মণিপুর থেকে সেনাবাহিনীর বিশেষ অধিকার আইন আফস্পার বিরুদ্ধে তাঁর প্রতিবাদের রূপ ছিল দীর্ঘ অনশন ৷ প্রায় ১৬ বছর পার করে অনশন ভাঙলেন  ইরম চানু শর্মিলা ৷ গত ২৬ জুলাই সংবাদ মাধ্যমকে শর্মিলা জানান, ৯ অগস্ট তিনি অনশন ভাঙবেন ৷ শুধু তাই নয়, মণিপুরের বিধানসভা নির্বাচনে প্রার্থীও হবেন তিনি ৷
advertisement
advertisement
শর্মিলার এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই প্রবল বিতর্ক মণিপুরে ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, অনশন ভাঙার পর রাজনীতির জগতে পা রাখার পাশাপাশি দীর্ঘদিনের প্রেমিক ডেসমন্ড কুটিনহোকে বিয়ে করে ঘর বাঁধার পরিকল্পনাও করেছেন তিনি ৷
শর্মিলার অনশন ভাঙার সিদ্ধান্তে প্রবল ক্ষুব্ধ স্থানীয় জঙ্গি গোষ্ঠী ৷ তারা শর্মিলাকে হুমকি দিয়েছেন যে, তিনি যদি অনশন ভাঙার সিদ্ধান্ত না বদল করেন, তাহলে তাঁকে পস্তাতে হবে ৷ অনশন ভাঙা চলবে না, এমনকী ছাদনাতলাও যাওয়া যাবে না ৷
advertisement
শর্মিলা নিজে জানিয়েছেন, অনশন ভাঙছেন মানেই আফস্পার বিরুদ্ধে তাঁর আন্দোলন শেষ হচ্ছে না ৷ রাজনীতিতে এসে আফস্পার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের আন্দোলন শুরু করতে চান তিনি ৷ তাঁর এই সিদ্ধান্ত নিয়েই মতবিরোধ দেখা দিয়েছে মণিপুরের সাধারণ মানুষের মধ্যে ৷ এমনকী শর্মিলার নিজের মা ও দাদাও তাঁর এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন ৷
advertisement
শর্মিলার দাদা ইরম সিংহজিত বক্তব্য, শর্মিলা অনশন ভাঙায় তাঁর অস্থিত্বই শেষ হয়ে যাবে ৷ সিংহজিত তাঁর বোনের জন্য সেভ শর্মিলা ক্যাম্পেন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। বোনের অনশন শেষ হলে সে সংস্থার আর কোনও প্রয়োজন হবে না সেটা তিনি ভালো মতোই জানেন ৷ তবে বিরোধীতা নয়, শর্মিলার সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন ইম্ফল উপত্যকার স্বল্প কিছু মানুষ ৷
advertisement
সালটা ২০০০ ৷ মণিপুরের জঙ্গি কবলিত এলাকায় সেনাদের টহলদারি ৷ তবে তা শুধুই টহলদারি নয় ৷ আইনের দায়িত্ব কাঁধে নিয়ে সেনারা নির্মম অত্যাচারও চালাত ৷ আর এই অত্যাচারের ফলে ইম্ফলের কাছে মালোম এলাকায় অসম রাইফেলসে সেনার গুলিতে শিশু সহ মারা যায় প্রায় ১০ জন ৷ এরই প্রতিবাদে সে সময় মুখর হয়ে ওঠে গোটা মণিপুর ৷ গর্জে ওঠে শর্মিলার কণ্ঠও ৷ ওই ঘটনার পর আফস্পা আইনের প্রতিবাদে আমরণ অনশনের ডাক দেয় শর্মিলা ৷
advertisement
অবশ্য শর্মিলার এই অনশনে প্রচুর বাধাও এসেছে ৷ মণিপুর প্রশাসন জোর করে তাঁকে ভর্তি করা হয় নার্সিং হোমে ৷ মুখে নল ঢুকিয়ে তাঁকে জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয় ৷ আদালতে আত্মহত্যার অভিযোগও দায়ের হয় ৷ আদালত অবশ্য এই অভিযোগে আমল দেন না ৷ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে হাসপাতালের বেডে নাকে রাইলস টিউব গোঁজা শর্মিলার ছবি ৷ শর্মিলার ১৬ বছরের অনশন জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে ৷
advertisement
অবশেষে সেই নল খুলে ফেলেছেন শর্মিলা ৷ ৯ অগস্ট অর্থাৎ আজ ১৬ বছরের অনশন সরকারিভাবে ভেঙে ফেললেন শর্মিলা ৷ যোগ দেবেন রাজনীতিতে ! এরপর জীবনের দ্বিতীয় পর্বে লৌহমানবী আবার কোন আন্দোলন শুরু করেন তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
১৬ বছর পর অনশন প্রত্যাহার করলেন ইরম শর্মিলা চানু, হতে চান মণিপুরের মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement