Manipur Violence: মণিপুরে ৩ শিশু-সহ অপহৃত ৬ জনের দেহ উদ্ধার, ২ মন্ত্রীর বাড়িতে হামলা, ইম্ফলে কারফিউ জারি

Last Updated:

Manipur Violence: শুক্রবার রাতে বরাক নদীতে ভেসে থাকতে দেখা যায় তিনটি দেহ। এরপর শনিবার দুপুরে আরও তিনটি দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই দেহগুলিকে। যে ৬ জনকে কুকি জঙ্গিরা অপহরণ করেছিল, তাদের দেহই পাওয়া গেল বলে মনে করছে পুলিশ। মৃতদের মধ্যে তিন মহিলা এবং তিন শিশু রয়েছে।

অশান্ত মণিপুর
অশান্ত মণিপুর
ইম্ফল: জিরিবাম জেলায় তিন অপহৃতের নৃশংস হত্যার বিচারের দাবিতে মণিপুরের রাজধানী ইম্ফলে তুমুল বিক্ষোভ। ইতিমধ্যেই মণিপুর সরকার ইম্ফলে কারফিউ জারি করেছে। ছয় জেলায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ। এ দিন লামফেল সানাকেইথেলেতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী স্বপ্নম রঞ্জনের বাসভবন এবং উপভোক্তা বিষয়ক ও গণবণ্টন মন্ত্রী এল সুসিন্দ্রো সিংয়ের বাড়িতেও হামলা চালায় বিক্ষোভকারীরা। পাশাপাশি, এ দিন তিন বিধায়কের বাড়িতেও হামলা চালান হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে বরাক নদীতে ভেসে থাকতে দেখা যায় তিনটি দেহ। এরপর শনিবার দুপুরে আরও তিনটি দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে সেই দেহগুলিকে। যে ৬ জনকে কুকি জঙ্গিরা অপহরণ করেছিল, তাদের দেহই পাওয়া গেল বলে মনে করছে পুলিশ। মৃতদের মধ্যে তিন মহিলা এবং তিন শিশু রয়েছে। ইম্ফল পশ্চিম জেলার সাগোলবন্দ এলাকায়, বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই বিজেপি বিধায়ক আরকে ইমোর বাসভবনের বাইরে হত্যাকাণ্ডের জবাব চাওয়ার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হেমন্তেও তুলসী গাছে মঞ্জরী আসছে? মানিব্যাগে রাখুন এভাবে, ৭ দিনে আমূল বদলে যাবে জীবন, জানুন বাস্তুকারের মত
এদিকে, কেইশামথং নির্বাচনী এলাকার টিডিম রোডে নির্দল বিধায়ক সাপম নিশিকান্ত সিংয়ের বাসভবনে সামনে জড়ো হয়ে বিধায়কের মালিকানাধীন একটি স্থানীয় সংবাদপত্রের অফিসে হামলা চালায়। উত্তেজিত জনতা বাড়ির বাইরের একটি অস্থায়ী কাঠামোও ভাঙচুর করে। ইম্ফল পশ্চিমের জেলা ম্যাজিস্ট্রেট টিএইচ কিরণকুমার শনিবার বিকেল সাড়ে চারটে থেকে কারফিউ জারির নির্দেশ দেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আগাছা বলে অবহেলা নয়! তেলতেলে, রসালো এবং গাঢ় সবুজ এই শাক ক্যালসিয়ামের খনি, দূর করে তোতলামি
জানা গিয়েছে, মৃতদের নাম ইয়ুরেনবাম রানি দেবী (৬০), তেলাম থোবি দেবী (৩১), তেলাম থাজামানবী দেবী (৮), লৈসরাম চিঙ্গখেইঙ্গানবা সিং (২ বছর ৫ মাস), লৈসরাম লাঙ্গাম্বা সিং (৮ মাস)। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
advertisement
প্রসঙ্গত, গত বছর মে মাস থেকে বারে বারে উত্তপ্ত হয়ে উঠছে মণিপুর। জাতি সংঘর্ষে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। রাজ্যের নানা প্রান্ত থেকে ধর্ষণ, মহিলাদের ওপর নির্যাতনের খবর এসেছে। কয়েকদিনের মধ্যেই পরপর দু’টি নৃশংস মৃত্যুর ঘটনা সামনে এসেছে। তবে বেশ কয়েকমাস ধরে শান্তি বজায় ছিল, সেই সময় পরিস্থিতি বুঝে তুলে নেওয়া হয়েছিল আফস্পা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ফের এই আইন লাগু হয় বৃহস্পতিবার।
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur Violence: মণিপুরে ৩ শিশু-সহ অপহৃত ৬ জনের দেহ উদ্ধার, ২ মন্ত্রীর বাড়িতে হামলা, ইম্ফলে কারফিউ জারি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement