Manipur: দাউ দাউ করে জ্বলছে আগুন! নতুন করে অশান্তি মণিপুরে, নামল সেনা, ফের জারি কার্ফু

Last Updated:

এদিনের ঘটনার পরে ২ সশস্ত্র দুষ্কৃতীকেই আটক করা হয়েছে বলে সূত্রের খবর৷ ঘটনার পরপরই তাদের একজনকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতার একাংশ৷ অপরজন সেই সময় পালিয়ে গেলেও পরে ধরা পড়ে৷

মণিপুর: উত্তপ্ত তো ছিলই৷ এবার আবারও নতুন করে অশান্তি ছড়াল উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে৷ সোমবার দুপুরে মণিপুরের রাজধানী ইম্ফলের ২টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল জনতা৷ জোর করে বন্ধ করিয়ে দেওয়া হয় দোকানপাট৷
স্থানীয় পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর নাগাদ ইম্ফলের নিউ ল্যাম্বুলেন এলাকায় জোর করে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করিয়ে দেয় ২ সশস্ত্র দুষ্কৃতী৷ তারপরেই উত্তেজিত জনতা এলাকার ২টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান৷
বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছন নিরাপত্তাকর্মীরা৷ আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে  নামানো হয় সেনা ও আধা সামরিক বাহিনী৷ বিক্ষোভকারীদের আটকাতে ছোঁড়া হয় বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল৷
advertisement
advertisement
আরও পড়ুন: ভেঙে গেছে নাক-উইন্ডশিল্ড, তছনছ কাচ…গর্বের বন্দে ভারতের দেখুন কী হাল! মঙ্গল থেকে কি চলবে ট্রেন?
এদিনের ঘটনার পরে ২ সশস্ত্র দুষ্কৃতীকেই আটক করা হয়েছে বলে সূত্রের খবর৷ ঘটনার পরপরই তাদের একজনকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতার একাংশ৷ অপরজন সেই সময় পালিয়ে গেলেও পরে ধরা পড়ে৷
advertisement
এর মধ্যেই অবশ্য নতুন করে কার্ফু জারি হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে৷ সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত জারি থাকছে কার্ফু৷ এছাড়া, সারা রাজ্যে ইন্টারনেট পরিষেবার উপরে জারি হওয়া নিষেধাজ্ঞা আরও ৫ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে৷
মণিপুরে সাম্প্রতিক এই অশান্ত অবস্থার সূত্রপাত গত ৩ মে৷ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি (ST) স্টেটাস দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘিরেই যাবতীয় অশান্তি৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গত ৩ মে ‘Tribal Solidarity March’-এর আয়োজন করা হয় মণিপুরের নাগরিকদের একাংশের তরফে৷ সেই থেকেই অগ্নিগর্ভ উত্তরপূর্বের এই শান্ত রাজ্য৷
advertisement
আরও পড়ুন: সংসদের নতুন ভবন উদ্বোধনে আমন্ত্রিত নন রাষ্ট্রপতি! কেন্দ্রের তুমুল সমালোচনায় সরব খাড়্গে সহ অন্য বিরোধীরা
এর আগেও অবশ্য হিংসার পটভূমি তৈরি হচ্ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চলে৷ কুকি উপজাতির বাসিন্দাদের সংরক্ষিত অরণ্যের এলাকা থেকে অন্যত্র সরানোর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল৷ তারপরেই ওই মিছিল৷
মণিপুরের মোট জনসংখ্যার ৫৩ শতাংশই মেইতেই সম্প্রদায়ের৷ তাঁরা মূলত, ইম্ফল উপত্যকার বাসিন্দা৷ অন্যদিকে, নাগা, কুকির মতো উপজাতির প্রতিনিধিরা মূলত বসবাস করেন পার্বত্য এবং অরণ্য অধ্যুষিত এলাকায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur: দাউ দাউ করে জ্বলছে আগুন! নতুন করে অশান্তি মণিপুরে, নামল সেনা, ফের জারি কার্ফু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement