corona virus btn
corona virus btn
Loading

নিয়মভঙ্গের বড় শাস্তি! দু‘ মরশুমের জন্য ইউরোপিয়ান কম্পিটিশন থেকে নির্বাসিত ম্যানচেস্টার সিটি

নিয়মভঙ্গের বড় শাস্তি! দু‘ মরশুমের জন্য ইউরোপিয়ান কম্পিটিশন থেকে নির্বাসিত ম্যানচেস্টার সিটি
Photo- File

ফেয়ার প্লে-র নিয়ম না মানার জন্য এত বড় শাস্তি পাচ্ছে সিটি

  • Share this:

#লন্ডন: ইংলিশ চ্যাম্পিয়ন -ম্যানচেস্টার সিটিকে আগামী দু মরশুমের জন্য সমস্তরকম ইউরোপিয়ান টুর্নামেন্টে থেকে নির্বাসিত করল উয়েফা ৷ পাশাপাশি ৩০ মিলিয়ন ইউরোও জরিমানা করা হয়েছে ৷ ফাইনান্সিয়াল ফেয়ার প্লে-র নিয়ম না মানার জন্য এত বড় শাস্তি পাচ্ছে সিটি ৷

UEFA  সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে ম্যান সিটি খুবই মারাত্মক অনৈতিক কাজ করেছে ৷ তবে উয়েফার এই শাস্তির পরেই Manchester City নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে এই শাস্তির বিরুদ্ধে তারা লোসানেতে কোর্ট অফ আর্ব্রিট্রেশন ফর স্পোর্টস অর্থাৎ (CAS) -এ তারা আবেদন করবে ৷

 এই শাস্তি বহাল থাকলে ২০২০-২১-র চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে পারবে না পেপ গুয়ারদিওলার দল ৷ এই  মুহূর্তে ইংলিস প্রিমিয়র লিগে ম্যান সিটি দ্বিতীয় স্থানে রয়েছে তাদের ওপর শাস্তির খাড়া থাকলে স্বাভাবিক নিয়মে ইপিএল টেবলে পাঁচ নম্বরে থাকা দল পৌঁছে যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ৷

আরও পড়ুন - #IPL2020: ‘লোগো কা কাম হ্যায় কহনা’- উচ্ছ্বসিত বিরাটের নয়া ট্যুইট

ইউরোপিয় কোনও লিগ না খেলতে পারলে ম্যানসিটি-র জন্য তা বড় ক্ষতির কারণ হতে পারে ৷ ক্লাবের আয় ও সম্মান বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে ৷ গতবার লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ১১১ মিলিয়ন ইউরো উপার্জন করেছিল ৷

উয়েফার এফএফপি নিয়ম অনুযায়ি তারা বিভিন্ন ক্লাবগুলি গোপনভাবে স্পনসরশিপ থেকে যে অসম্ভব উপার্জন করে তা আটকানো হয় ৷ এর দ্বার বিভিন্ন বড় ক্লাবের মালিকরা প্রচুর উপার্জন করে ৷

Published by: Debalina Datta
First published: February 15, 2020, 10:19 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर