Noida Dog Torture: ভয় পেয়েছিল শিশু, পোষা জার্মান শেফার্ডকে নৃশংস শাস্তি ব্যক্তির! নয়ডায় শিউড়ে ওঠা ঘটনা

Last Updated:

নৃশংস এই ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার ডানকৌরে৷ জানা গিয়েছে ওই জার্মান শেফার্ড কুকুরটির মালিকে সেটিকে গেটের কাছে বেঁধে রেখেছিলেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়ডা: কুকুরের চিৎকারে ভয় পেয়ে গিয়েছিল ছোট্ট শিশু৷ সেই রাগেই একটি বাড়িতে পোষা জার্মান শেফার্ড কুকুরকে নৃশংস শাস্তি দিল শিশুটির বাবা৷ লাঠি দিয়ে নির্মম মারের পর গাড়ির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কুকুরটিকে প্রায় তিন কিলোমিটার রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে গেলেন ওই ব্যক্তি৷
নৃশংস এই ঘটনা ঘটেছে গ্রেটার নয়ডার ডানকৌরে৷ জানা গিয়েছে ওই জার্মান শেফার্ড কুকুরটির মালিকে সেটিকে গেটের কাছে বেঁধে রেখেছিলেন৷ সেই সময় ওই ব্যক্তির শিশুসন্তানকে দেখে চিৎকার করে তেড়ে যায় কুকুরটি৷ এতেই ভয় পেয়ে গিয়ে মাটিতে পড়ে যায় শিশুটি৷
advertisement
advertisement
এর পরই কুকুরটির উপরে চড়াও হয় শিশুটির বাবা৷ প্রথমে লাঠি দিয়ে কুকুরটিকে বেঁধড়ক মারেন তিনি৷ এর পর একটি গাড়ির পিছনে কুকুরটিকে বেঁধে তিন কিলোমিটার রাস্তা টানতে টানতে নিয়ে যাওয়া হয়৷ কুকুরটির মালিক সুধীর ইন্দোরিয়ার অভিযোগ, একটি স্করপিও গাড়ির পিছনে বেঁধে ওই কুকুরটিকে প্রায় তিন কিলোমিটার রাস্তার উপর দিয়ে নয়ডার স্পোর্টস সিটির কাছে নিয়ে যায়৷ পরে পুলিশ গিয়ে গুরুতর আহত কুকুরটিকে উদ্ধার করে৷
advertisement
বর্তমানে আহত কুকুরটি স্থানীয় একটি পশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে কুকুরটির মালিক৷ তাঁর দাবি, পুলিশে অভিযোগ করলে তাঁকে খুনের হুমকিও দেয় অভিযুক্ত৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Dog Torture: ভয় পেয়েছিল শিশু, পোষা জার্মান শেফার্ডকে নৃশংস শাস্তি ব্যক্তির! নয়ডায় শিউড়ে ওঠা ঘটনা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement