Eco Park Morning Walk: মর্নিং ওয়াকেই মন হারালেন দিলীপ! ইকো পার্কে প্রাতঃভ্রমণে যেতে পারেন কারা, কী কী নিয়ম?

Last Updated:

করোনা পরবর্তী সময়ে ইকো পার্কে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক সংবাদমাধ্যমের অন্যতম আকর্ষণের কারণ হয়ে উঠেছিল৷ সকালবেলা ইকো পার্কে মর্নিংওয়াক, শরীর চর্চার পর নানা ইস্যুতে গরমাগরম বিবৃতি দিতেন দিলীপ৷

ইকো পার্কে নিয়মিত শরীর চর্চা করেন দিলীপ ঘোষ৷ সেখানেই আলাপ হয় হবু স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে৷
ইকো পার্কে নিয়মিত শরীর চর্চা করেন দিলীপ ঘোষ৷ সেখানেই আলাপ হয় হবু স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে৷
কলকাতা: বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই চর্চায় ইকো পার্কের মর্নিং ওয়াক৷ কারণ নিউ টাউনের বিখ্যাত প্রকৃতি তীর্থে হাঁটতে গিয়েই হবু স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে পরিচয় দিলীপের৷ ব্যাচেলর তকমা ঘুচিয়ে অবশেষে ৬১ বছর বয়সে বিয়ে পিঁড়িতে বসলেন বিজেপি নেতা৷
দিলীপের বিয়ের খবর সামনে আসার পর থেকেই ইকো পার্কে মর্নিং ওয়াক নিয়ে জোর চর্চা৷ প্রাতঃভ্রমণের যে অনেক উপকারিতা, তা নতুন করে বলার প্রয়োজন নেই৷ কিন্তু মর্নিং ওয়াক যে কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তার প্রমাণ দিলীপ ঘোষ৷
advertisement
advertisement
২০১২ সালে উদ্বোধন হয়েছিল ইকো পার্কের৷ ক্ষমতায় আসার পরই নিউ টাউনে ইকো পার্ক গড়ে তোলার পরিকল্পনা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সময়ের সঙ্গে সঙ্গে ইকো পার্কের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে৷ কলকাতার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ইকো পার্কের৷
করোনা পরবর্তী সময়ে ইকো পার্কে দিলীপ ঘোষের মর্নিং ওয়াক সংবাদমাধ্যমের অন্যতম আকর্ষণের কারণ হয়ে উঠেছিল৷ সকালবেলা ইকো পার্কে মর্নিংওয়াক, শরীর চর্চার পর নানা ইস্যুতে গরমাগরম বিবৃতি দিতেন দিলীপ৷ কিন্তু নিয়মিত ইকো পার্কে দিলীপের জন্য হত্যে দিয়ে পড়ে থাকা সংবাদমাধ্যমও টের পায়নি, মর্নিং ওয়াকের মাঝেই কখনও রিঙ্কুর সঙ্গে দিলীপের মনের আদান প্রদান হয়ে গিয়েছে৷
advertisement
তবে শুধু দিলীপ ঘোষের মতো ভিআইপি নন, ইকো পার্কে কিন্তু চাইলে যে কেউ মর্নিং ওয়াকে যেতে পারেন৷ এমনিতে ইকো পার্কে প্রবেশের জন্য তিরিশ টাকা দিয়ে টিকিট কাটতে হয়৷ যদিও মর্নিং ওয়াক করার জন্য কিন্তু টিকিট কাটার প্রয়োজন হয় না৷ ভোর পাঁচটা থেকে সকাল ৯টা পর্যন্ত মর্নিং ওয়াকের জন্য খোলা থাকে ইকো পার্ক৷ তবে সব গেট দিয়ে নয়, মর্নিং ওয়াক করতে গেলে ১ এবং ৬ নম্বর গেট দিয়ে ইকো পার্কে প্রবেশ করতে হয়৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Eco Park Morning Walk: মর্নিং ওয়াকেই মন হারালেন দিলীপ! ইকো পার্কে প্রাতঃভ্রমণে যেতে পারেন কারা, কী কী নিয়ম?
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement