OLX–এ বিজ্ঞাপন! স্ট্যাচু অফ ইউনিটি বিক্রি করে সেই টাকায় করোনা চিকিৎসার বার্তা?
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
পুলিশ জানায়, এভাবে সরকারি সম্পত্তি কেউ বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দিতে পারেন না।
#আহমেদাবাদ: করোনা মোকাবিলায় দরকার বিপুল অঙ্কের টাকা। আর তাই সেই টাকা জোগাড় করার নামে ইন্টারনেটে গোটা স্ট্যাটু অফ ইউনিটি বিক্রি করে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন এক ব্যক্তি। একটি বিজ্ঞাপন দিয়ে লেখা হল, ৩০ হাজার কোটি টাকায় বিক্রি করা হবে স্ট্যাচু অফ ইউনিটি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার নাগাদ ওই ব্যাক্তি OLX–এ একটি বিজ্ঞাপন দিয়ে বলেন, করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্য ক্ষেত্রের বিপুল উন্নতি দরকার। হাসপাতাল ও চিকিৎসকদের সাহায্যের কারণে পৌঁছে দেওয়া দরকার যথেষ্ট পরিমাণ চিকিৎসা সরঞ্জাম। তাই বিপুল অর্থের দরকার। আর সেই কারণেই বিক্রি করে দেওয়া হবে স্ট্যাচু অফ ইউনিটি।
এই ঘটনার খবরই প্রকাশিত হয় একটি খবরের কাগজে। সেখানে বলা হয় পৃথিবীর উচ্চতম মূর্তিটি বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন বেরিয়েছে ইন্টারনেটে। খবরটি পৌঁছে যায় স্ট্যাচু অফ ইউনিটি কর্তৃপক্ষের কাছেও। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। সর্দার বল্লবভাই প্যাটেলের এই মূর্তিটি দেখভালের জন্য আলাদা সংস্থা আছে, তাঁরাই পুলিশকে খবর দেন। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
advertisement
advertisement
পুলিশ জানায়, এভাবে সরকারি সম্পত্তি কেউ বিক্রি করে দেওয়ার বিজ্ঞাপন দিতে পারেন না। সরকারি সম্পত্তি নিয়ে এই ধরনের বিজ্ঞাপন দেওয়াও জালিয়াতি। দেশে এখন গুজব রুখতে সবসময় সক্রিয় আছে প্রশাসন। তার মাধ্যে এমন খবর রটিয়ে গুরুতর অপরাধ করেছেন ওই ব্যক্তি। তাছাড়া, এমন বিজ্ঞাপনে তাঁদেরও আঘাত লাগতে পারে, যাঁরা এই দেশ ও বিশ্বজুড়ে সর্দার বল্লবভাই প্যাটেলকে আদর্শ বলে মনে করেন।
Location :
First Published :
April 06, 2020 12:55 PM IST