Physical Harassment: চিকিত্সা করাতে গিয়েই...ক্যানসার আক্রান্ত কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ, অন্তঃসত্ত্বা করার অভিযোগ! গ্রেফতার যুবক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Physical Harassment:ক্যানসার আক্রান্ত কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের থানে জেলার ঘটনায় গ্রেফতার যুবক
মুম্বই: ক্যানসার আক্রান্ত কিশোরীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। মহারাষ্ট্রের থানে জেলার ঘটনায় গ্রেফতার যুবক। অভিযুক্ত কিশোরী এবং তার পরিবারের পরিচিত। কিশোরীকে গর্ভবতী হওয়ার পরই জানাজানি হয় ঘটনা। কিশোরী এবং অভিযুক্ত যুবক দু’জনেই বিহারের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, ১৩ বছরের কিশোরী এবং অভিযুক্ত একই পরিবারের বাসিন্দা। ক্যানসার আক্রান্ত কিশোরী চিকিত্সার জন্য আনা হয় মুম্বইতে। থানেতে তার চিকিত্সা চলছিল। তাঁদের থাকার জন্য বদলাপুরে ভাড়ার ঘরের ব্যবস্থা করে দিয়েছিলেন অভিযুক্ত। দু’মাস আগে এখানেই চিকিত্সা করাতে আসে কিশোরী। অপরিচিত মুম্বই শহরে কিশোরীর থাকা এবং চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয় যুবক।
advertisement
advertisement
অভিযোগ কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকাকালীন তার উপর যৌন নির্যাতন করেন যুবক। একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ২৯ বছরের ওই যুবকের বিরুদ্ধে। কিশোরীর শারীরিক পরীক্ষা করাতে গিয়ে জানা যায় তিনি অন্তঃসত্ত্বা।
advertisement
অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসতে চিকিৎসককে সব জানান কিশোরী। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়। শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2025 8:47 PM IST