স্কুল শিক্ষকের মাথায় বন্দুক! জামাইকে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিল শ্বশুর

Last Updated:

ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়৷ সেখানকার পাতেপুরের রেপুরা এলাকায় উতক্রমিত মধ্য বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন গৌতম কুমার৷

প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
অপহৃত ওই স্কুল শিক্ষকের নাম গৌতম কুমার৷ মাত্র কয়েক দিন আগেই বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাস করে শিক্ষক হয়েছিলেন তিনি৷ বুধবার আচমকাই তাঁর স্কুলে হাজির হন তিন থেকে চারজন বন্দুকধারী দুষ্কৃতী৷ এর পর জোর করে ওই শিক্ষককে তুলে নিয়ে যাওয়া হয়৷ চব্বিশ ঘণ্টার মধ্যেই জোর করে গৌতমের সঙ্গে ওই চার অপহরণকারীর একজনের মেয়ের বিয়ে দেওয়া হয়৷
advertisement
advertisement
ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়৷ সেখানকার পাতেপুরের রেপুরা
এলাকায় উতক্রমিত মধ্য বিদ্যালয়ে সম্প্রতি শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন গৌতম কুমার৷ এই ঘটনার পরেই অপহৃত শিক্ষকের পরিবার রাস্তা অবরোধ করে তাঁকে উদ্ধারের দাবি জানায়৷ রাজেশ রাই নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে গৌতম কুমারের পরিবার৷ রাজেশ রাই নামে ওই ব্যক্তির মেয়ের সঙ্গেই গৌতম কুমারের জোর করে বিয়ে দেওয়া হয়৷
advertisement
বিয়ের প্রস্তাবে একেবারেই রাজি ছিলেন না গৌতম কুমার৷ তাঁকে রাজি করাতে মারধর করার পাশাপাশি মাথায় বন্দুক ঠেকিয়েও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ৷ বিহারে অবশ্য এই ভাবে পাত্রকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়৷ স্থানীয় ভাষায় একে বলা হয় পকড়ওয়া বিবাহ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ গত বছর বিহারে বেগুসরাইতে এক পশু চিকিৎসককেও একই ভাবে চিকিৎসার নাম করে ডেকে নিয়ে গিয়ে অপহরণ করে বিয়ে দেওয়া হয়৷ কয়েক বছর আগে এক ইঞ্জিনিয়ারের সঙ্গেও একই ঘটনা ঘটে বিহারে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুল শিক্ষকের মাথায় বন্দুক! জামাইকে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিল শ্বশুর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement