বেঙ্গালুরুতে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের! ছিল না পরিচয়পত্র, পার্পল লাইনে স্থগিত পরিষেবা

Last Updated:

কেঙ্গেরি স্টেশনে চলন্ত নাম্মা মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু, পার্পল লাইনের পরিষেবা স্থগিত, পুলিশ ও কর্তৃপক্ষ তদন্তে, যাত্রীদের ভোগান্তি, আত্মহত্যার ঘটনা বাড়ছে।

বেঙ্গালুরুতে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের! ছিল না পরিচয়পত্র, পার্পল লাইনে স্থগিত পরিষেবা
বেঙ্গালুরুতে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের! ছিল না পরিচয়পত্র, পার্পল লাইনে স্থগিত পরিষেবা
বেঙ্গালুরুর কেঙ্গেরি স্টেশনে ঢোকা একটি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটির পরই পার্পল লাইনের পরিষেবা সঙ্গে সঙ্গে স্থগিত করা হয়। কেঙ্গেরি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির পরিচয় নির্ধারণ ও সম্ভাব্য আত্মহত্যার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তদন্ত চলছে।
নাম্মা মেট্রো ‘X’-এ পোস্ট করে জানায়, মাইসুরু রোড এবং চাল্লঘাট্টার মধ্যে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে এবং নিরাপত্তা পরীক্ষা ও ক্লিয়ারেন্স পাওয়ার পরই স্বাভাবিক পরিষেবা পুনরায় শুরু হবে।একই প্ল্যাটফর্মে অন্য একটি পোস্টে নাম্মা মেট্রো দুঃখপ্রকাশ করে জানায়, যাত্রীদের ভোগান্তির জন্য তারা অনুতপ্ত। ঘটনার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে এবং এলাকা সুরক্ষিত রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে।
advertisement
advertisement
মৃত ব্যক্তির পরিচয় এখনও স্থির হয়নি। পুলিশের অনুমান, তাঁর বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁর কাছে কোনও পরিচয়পত্র না মিললেও একটি মোবাইল ফোন ও কিছু নগদ পাওয়া গেছে। ফোনে থাকা নম্বরের ভিত্তিতে পরিবারকে খোঁজার চেষ্টা চলছে।
advertisement
স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ট্রেন ঢোকার ঠিক মুহূর্তে ওই ব্যক্তি হঠাৎ প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে পড়েন, যার ভিত্তিতে তদন্তকারীরা এটিকে স্পষ্ট আত্মহত্যার ঘটনা বলেই মনে করছেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনও অসদাচরণের ইঙ্গিত মেলেনি।
পিক আওয়ারে পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার যাত্রী। কেঙ্গেরি, আরআর নগর, রাজরাজেশ্বরী নগর, বিজয়নগর ও পশ্চিম বেঙ্গালুরুর আরও অনেক অংশের যাত্রীদের BMTC বাসে নির্ভর করতে হয়, যা একাধিক রুটে ব্যাপক ভিড়ের সৃষ্টি করে।
advertisement
বিশেষজ্ঞরা জানান, বেঙ্গালুরু মেট্রো নেটওয়ার্কে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে—শুধুমাত্র ২০২৪ সালে পার্পল লাইনে এ ধরনের পাঁচটি ঘটনা নথিভুক্ত হয়েছে। বিষয়টি যাত্রী সুরক্ষা এবং গণপরিবহনে মানসিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজনীয়তা আরও জোরালোভাবে সামনে এনে দিচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেঙ্গালুরুতে মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের! ছিল না পরিচয়পত্র, পার্পল লাইনে স্থগিত পরিষেবা
Next Article
advertisement
Burdwan Marriage: একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
একদিনে একশো পঁচিশ বিয়ের নিমন্ত্রণ! সাজ সাজ রব বর্ধমানে
  • শুক্রবার বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির চত্বরে বসছে গণবিবাহের আসর। সেখানেই এই একশো পঁচিশ জোড়া পাত্র পাত্রীর বিয়ে অনুষ্ঠিত হবে।

VIEW MORE
advertisement
advertisement