Love Relationship: বাড়িতে আসত নন্দাই! বরকে লুকিয়ে রোজ রোজই চলত...! আচমকা সকলের সামনে যা ঘটাল বৌদির সঙ্গে, লজ্জার সব সীমা পার...
- Published by:Shubhagata Dey
Last Updated:
Love Relationship: উত্তরপ্রদেশের ইটাওয়ার জামাই, শাশুড়ি, শ্বশুরের পর এবার নন্দাইয়ের সঙ্গে বৌদির পালানোর ঘটনা সামনে এসেছে। নন্দাই তাঁর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে পালিয়ে যায়।
ইটাওয়া: উত্তরপ্রদেশের ইটাওয়ার জামাই, শাশুড়ি, শ্বশুরের পর এবার নন্দাইয়ের সঙ্গে বৌদির পালানোর ঘটনা সামনে এসেছে। নন্দাই তাঁর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে পালিয়ে যায়। থানায় অভিযোগ দায়ের করা হলেও তা সত্ত্বেও প্রতিবন্ধী স্বামী তাদের দু’জনকে খুঁজে বের করতে দশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ইটাওয়া জেলার ভরথানা এলাকার কাকরাহি গ্রামে। রাজমিস্ত্রির কাজ করা কুনওয়ারপাল সিং তাঁর স্ত্রী রাজকুমারীকে নিয়ে গ্রামে থাকতেন। এদিকে কুনওয়ারপালের দেওর সুভাষ তার বাড়িতে আসতেন এবং তাঁর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। পরে তাদের সম্পর্ক প্রেমের সম্পর্কে রূপ নেয়। একদিন তারা দুজন পালিয়ে যায়।
আরও পড়ুনঃ এক ছোবলে শেষ ১২ প্রাণ! শরীরের যে অংশ স্পর্শ করে রাতারাতি পচন শুরু! উড়ে এসে মারে ছোবল! দেশের সবচেয়ে বিষাক্ত সাপটির নাম জানেন?
১৮ জুন কুনওয়ারপাল স্থানীয় থানায় জানান, তাঁর স্ত্রী রাজকুমারী দেওরের সঙ্গে পালিয়ে যায়। দু’জনের কোনও খোঁজ না পেয়ে কুনওয়ারপাল তাঁর স্ত্রী ও দেওরকে খুঁজে বের করার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। দু’জনের প্রেম এতটাই বেড়ে গিয়েছিল যে বাড়ি থেকে পালিয়ে যায় তাঁরা। যে মহিলা নন্দোইকে নিয়ে পালিয়ে যায় সেও ভুলে গিয়েছিল এই লোকটি তাঁর ননদের স্বামী। বিষয়টি থানায় পৌঁছলে এই প্রেমের গল্প শুনে অবাক হয়ে যায় পুলিশও।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শারদোৎসবে আকর্ষণের শীর্ষে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব! ২০২৫ সালের কোন থিমে কাঁপাবে কলকাতা? কীসের আদলে হচ্ছে চোখ ধাঁধান মণ্ডপ? জানুন
চার বছর আগে পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা রাজকুমারীর সঙ্গে বিয়ে হয় কুনওয়ারপালের। জানা গিয়েছে, রাজকুমারীর প্রথম স্বামীর মৃত্যুর পর দিব্যাঙ্গ কুনওয়ারপালের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। তখন স্বামীর জামাইবাবুর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল এবং একইসঙ্গে দু’জনেই প্রেমে পড়েন। মহিলার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে নন্দাইয়ের সঙ্গে মহিলার সম্পর্ক তৈরি হয়। তারপর নন্দাই ও মহিলা রাতের অন্ধকারে গয়না ও নগদ চল্লিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
advertisement
ভুক্তভোগী কুনওয়ারপালের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি নিখোঁজ মামলা দায়ের করেন এবং অনুসন্ধান শুরু করেছে। এ সময় স্বামী স্ত্রীকে খোঁজাখুঁজি করেও কোনও হদিস পাওয়া যায়নি। মরিয়া স্বামী ঘোষণা করেছেন, কেউ তার স্ত্রীকে ধরতে পারলে তাঁকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 5:46 PM IST