Man Dies In Sleep: ঘুমের মধ্যেই প্রাণ গেল ছেলের, অন্ধ বাবা মা জানতেই পারল না! বিস্তারিত জানুন

Last Updated:

Man Dies In Sleep: প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রায় চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তি ঘুমের মধ্যে মারা গিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অন্ধ বাবা-মা জানতেন না যে তাদের ছোট ছেলে মারা গেছে এবং তারা তাকে খাবার ও জলের জন্য ফোন করে যাচ্ছিলেন বারবার৷

Man Dies In Sleep: ঘুমের মধ্যেই প্রাণ গেল ছেলের, অন্ধ বাবা মা জানতেই পারল না! বিস্তারিত জানুন
Man Dies In Sleep: ঘুমের মধ্যেই প্রাণ গেল ছেলের, অন্ধ বাবা মা জানতেই পারল না! বিস্তারিত জানুন
হায়দরাবাদ:  ৩০ বছর বয়সী এক ব্যক্তি ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন হায়দরাবাদে৷ তার প্রতিবন্ধী বাবা-মা জানতেই পারলেন না যে ছেলে আর নেই৷ সে বেঁচে আছে ভেবেই  চারদিন থাকলেন মৃতদেহের সঙ্গে।  প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ছেলেটির দেহ উদ্ধার হয়।
ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের ব্লাইন্ডস কলোনিতে৷ সেখানে একটি বাড়ির ভেতরে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বৃদ্ধ বাবা-মা, দুজনেরই বয়স ৬০-এর উপরে, অর্ধ-সচেতন অবস্থায় তারা লাশের পাশে পড়েছিলেন বলে জানানো হয়েছে পুলিশে তরফে।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে বলা হয়েছে, প্রায় চার থেকে পাঁচ দিন আগে ওই ব্যক্তি ঘুমের মধ্যে মারা গিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। অন্ধ বাবা-মা জানতেন না যে তাদের ছোট ছেলে মারা গেছে এবং তারা তাকে খাবার ও জলের জন্য ফোন করে যাচ্ছিলেন বারবার৷ কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায়নি৷ নাগোল স্টেশন হাউস অফিসার এ সূর্য নায়ক বলছিলেন ঘটনাটি।
advertisement
বাড়িটিতে পুলিশ পৌঁছানোর পর মৃতের বাবা-মাকে বহু ডাকাডাকির পরও কোনও সাড়া পাননি৷ তখন তাদের মনে হয়েছে, তাদের কানে আওয়াজ হয়তো পৌঁচাচ্ছে না৷ এরপর দরজা ভেঙে তারা বাড়ির ভিতরে ঢুকতে বাধ্য হয়৷ সেখানে গিয়ে অন্ধ দম্পতিকে দেখতে পাওয়া যায়৷ তারা লাশের সঙ্গে ছিলেন এক ঘরে৷
advertisement
পুলিশের পক্ষ থেকে তাদের খাবার ও জল দেওয়া হয়। দম্পতির কাছ থেকে জানতে পারা যায় যে, তাদের দুই ছেলে৷ বড় ছেলে, সে অন্য শহরে থাকে৷ তাকেও দুঃসংবাদটি দেওয়া হয়৷ ঘর থেকে পচা গন্ধ আসছে দেখে প্রথমে অবশ্য আশপাশের বাড়ির লোকেরাই পুলিশকে প্রথম খবর দেয়৷ তারা সঠিক সময় না এসে পৌঁছালে এই বৃদ্ধ দম্পতিরও খারাপ কিছু হয়ে যেতে পারত৷ কারণ, বেশ অনেকক্ষণ খাবারও বা জল কিছুই জোটেনি তাদের৷
advertisement
লোকটির দেহ ময়নাতদন্তের জন্য একটি রাষ্ট্রীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Man Dies In Sleep: ঘুমের মধ্যেই প্রাণ গেল ছেলের, অন্ধ বাবা মা জানতেই পারল না! বিস্তারিত জানুন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement