Class Eight Girl Pregnant: মাংসের দোকানের ছেলের সঙ্গে প্রেম, অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেগন্যান্ট, তারপর...

Last Updated:

Class Eight Girl Pregnant: ঘটনাটি উত্তরাখণ্ডের হলদ্বানির টিপি নগর থানা এলাকায় ঘটেছে। অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এক যুবক। সে মাংসের দোকানে কাজ করত। এরপরেই জানা যায় মেয়েটি সন্তান সম্ভবা, বিস্তারিত জানুন৷

Class Eight Student Pregnant: মাংসের দোকানের ছেলের সঙ্গে প্রেম, অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেগন্যান্ট, তারপর...
Class Eight Student Pregnant: মাংসের দোকানের ছেলের সঙ্গে প্রেম, অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেগন্যান্ট, তারপর...
হলদ্বানি: গত কয়েক দিনে অনৈতিক সম্পর্কের কারণে খুন, আত্মহত্যার ঘটনা সামনে আসছে। একই সঙ্গে যৌন নির্যাতনের ঘটনাও সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এরই মধ্যে আরও একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা সামনে আসার পর তোলপাড় সৃষ্টি হয়েছে।
মেয়েটির মা যখন তাকে পরীক্ষার জন্য নিয়ে যান, তখন জানা যায় যে সে দুই মাসের গর্ভবতী। এরপর তার মা তাকে গর্ভপাত করতে বললে মেয়েটি অভিযুক্ত ছেলেটির সঙ্গে দিল্লি পালিয়ে যায়। পরে দুজনকে কোনও ভাবে হলদ্বানিতে ডেকে আনা হয়। সেখানে পৌঁছানোর পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। সঞ্জয় পাল নামে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ এবং পক্সো আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
advertisement
advertisement
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ঘটনাটি উত্তরাখণ্ডের হলদ্বানির টিপি নগর থানা এলাকায় ঘটেছে। পীড়িতা একজন অষ্টম শ্রেণির ছাত্রী। তার মা পুলিশকে জানিয়েছেন যে, সঞ্জয় পাল (বাসিন্দা হরিপুর শিবদত্ত বরেলি রোড) রামপুর রোডে এক আত্মীয়ের মরগির মাংসের  দোকানে কাজ করত এবং সেখানেই থাকত। এই সময়ে তার সঙ্গে মেয়েটির বন্ধুত্ব হয়। সে মেয়েটিকে প্রেমের জালে ফাঁসিয়েছিল। এরপর দুজনে গোপনে দেখা করতে শুরু করে। সে পীড়িতাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কও স্থাপন করে।
advertisement
কিছুদিন পর মেয়েটির মা এই প্রেমের সম্পর্কের বিষয়ে জানতে পারেন। প্রথমে তিনি মেয়েকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সে না শোনায় তিনি তার মোবাইলের সিম কার্ড ভেঙে ফেলেন। এছাড়াও সঞ্জয়ের পরিবারকেও এই ঘটনার কথা জানান এবং তাকে বোঝানোর জন্য বলেন।
এরপর সঞ্জয়ের আত্মীয়রা তাকে চাকরির জন্য দিল্লিতে পাঠিয়ে দেয়। এত কিছু হওয়ার পরেও এই নাবালিকা তার বাবার মোবাইল থেকে অভিযুক্তের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত। যখন তার মা এ বিষয়ে জানতে পারেন তখন তিনি তার মেডিকেল পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। মেয়েটির মেডিকেল পরীক্ষায় জানা যায় যে সে দুই মাসের গর্ভবতী। এরপর মা গর্ভপাতের কথা বলার পর এই নাবালিকা তার প্রেমিকের কাছে দিল্লিতে পালিয়ে যায়।
advertisement
এরপর তার মা টিপি নগর পুলিশের কাছে যান। পুলিশ কোনও মতে তাদের শহরে ফিরিয়ে আনে এবং এখানে আসার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে পরবর্তী তদন্ত চলছে বলে পুলিশ বিভাগের রাজেশ কুমার জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Class Eight Girl Pregnant: মাংসের দোকানের ছেলের সঙ্গে প্রেম, অষ্টম শ্রেণীর ছাত্রী প্রেগন্যান্ট, তারপর...
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement