Crime News: চলন্ত গাড়িতে দুষ্কৃতিদের অবিরাম গুলিবর্ষন, বিহারে গাড়িতেই মৃত্যু তরুণীর
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Crime News: যুবতী তার বাবার সঙ্গে ঝাড়খণ্ডের কোডারমা থেকে বারবিঘায় যাচ্ছিলেন। শাহপুর থানা এলাকার পার্বতী গ্রামের কাছে চলন্ত গাড়িতে দুই বাইক আরোহী গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান যুবতী।
নওয়াদা: বিহারের নওয়াদায় অজ্ঞাত দুষ্কৃতীরা এক গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে৷ এতে গাড়ির মধ্যে থাকা এক যুবতীর মৃত্যু হয়েছে। ঘটনাটি শাহপুর থানা এলাকার পার্বতী পাহাড়ের কাছে রাতে ঘটেছে।
জানা গিয়েছে, যুবতী তার বাবার সঙ্গে ঝাড়খণ্ডের কোডারমা থেকে বারবিঘায় যাচ্ছিলেন। শাহপুর থানা এলাকার পার্বতী গ্রামের কাছে চলন্ত গাড়িতে দুই বাইক আরোহী গুলি চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ মেয়েটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গাড়িতে দুটি জায়গায় বুলেটের চিহ্নও পাওয়া গেছে। মৃতের পরিচয় পাওয়া গিয়েছে৷ তিনি বেগুসরাই জেলার বাসিন্দা৷ ২৬ বছর বয়সী মেয়েটির নাম আরতি কুমারী।
advertisement
advertisement
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার আরতি এবং তার বাবা মনোজ কুমার বাছওয়াড়া থেকে ঝাড়খণ্ডের কোডারমায় গিয়েছিলেন। তিনি তার মেয়ের ডিএলএড-এর অ্যাসাইনমেন্ট পেপার জমা দিতে গিয়েছিলেন। অ্যাসাইনমেন্ট পেপার জমা দিয়ে তারা নিজেদের গাড়িতে বাড়ি ফিরছিলেন, এই সময় শাহপুর থানা এলাকার পার্বতী পাহাড়ের কাছে বাইকে চড়ে থাকা অজ্ঞাত দুষ্কৃতীরা তাদের গাড়ি সামনে থেকে আটকে দেয় এবং গুলিবর্ষণ করে। এতে একটি গুলি আরতির বুকে লাগে, যার ফলে তার মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: তিলে তিলে জমানো টাকা উধাও! বাড়ি তৈরির স্বপ্নও শেষ, ব্যক্তি দায়ি করলেন সাহারা ইন্ডিয়াকে
ঘটনাস্থলে উপস্থিত বাবা তৎক্ষণাৎ শাহপুর থানায় খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সকালে ফরেনসিক টিমের সহায়তায় দুটি গুলির খোলও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তাদের কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। এই ঘটনা কে ঘটিয়েছে তা এখনও জানা যায়নি, এবং তাদের সঙ্গে কোনও ডাকাতির ঘটনাও ঘটেনি।
advertisement
প্রাথমিক পর্যায়ে পুলিশ মেয়েটির শরীরে গুলি খুঁজে পায়নি। তবে ময়নাতদন্তের সময় তার দেহ থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে পুলিশ এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সন্দেহভাজনদের খোঁজ করা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2024 5:25 PM IST