Bihar Fraud Case: তিলে তিলে জমানো টাকা উধাও! বাড়ি তৈরির স্বপ্নও শেষ, ব্যক্তি দায়ি করলেন সাহারা ইন্ডিয়াকে

Last Updated:

Bihar Fraud Case: শিবনাথ নামের এই ব্যক্তি,  সাহারা ইন্ডিয়াতে প্রায় ১ লাখ টাকা জমা করেছিলেন। আশা করেছিলেন যে তার টাকা দ্বিগুণ-ত্রিগুণ হবে এবং তারা একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারবেন। সেসবই এখন অতীত৷

তিলে তিলে জমানো টাকা উধাও!  বাড়ি তৈরির স্বপ্নও শেষ, ব্যক্তি দায়ি করলেন সাহারা ইন্ডিয়াকে
তিলে তিলে জমানো টাকা উধাও! বাড়ি তৈরির স্বপ্নও শেষ, ব্যক্তি দায়ি করলেন সাহারা ইন্ডিয়াকে
advertisement
সমস্তীপুর:  দিনের পর দিনে তিলে তিলে জমিয়ে ছিলেন টাকা। প্রতারণার কোপে পড়তেই সবশেষ। বিহারের এই যুবকের কাহিনী জানলে কষ্ট হবে আপনারও।
advertisement
ব্যক্তির নাম শিবনাথ কুমার৷ তার গল্প আপনার হৃদয়কে স্পর্শ করবে। তার বিয়ে হয়েছে ৯ মাস, কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি সংসারের সুখ  থেকে বঞ্চিত। শিবনাথ নামের এই ব্যক্তি,  সাহারা ইন্ডিয়াতে প্রায় ১ লাখ টাকা জমা করেছিলেন। আশা করেছিলেন যে তার টাকা দ্বিগুণ-ত্রিগুণ হবে এবং তারা একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারবেন। সেসবই এখন কার্যত অতীত৷ কী করবেন বুঝে উঠতে পারছেন না এই ব্যক্তি৷
advertisement
এমন পরিস্থিতিতে তার বউও পাশে থাকতে নারাজ৷ সে বারবার বাড়ির অভাবের কথা বলে তার সঙ্গে থাকতে চাইছে না৷ এদিকে বিয়ে হয়ে গিয়েছে বলে ডিভোর্সও দিতে পারছে না পরস্পরকে৷ এই পরিস্থিতিতে উভয় পরিবারই কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে।
advertisement
শিবনাথ এবং তার স্ত্রীর সম্পর্ক ঠিক করতে একাধিকবার পঞ্চায়েত বসেছে৷ কিন্তু বউ নিয়ে উদ্বেগের সমাধান হয়নি। এবং এই পুরো সমস্যার জন্য শিবনাথ সাহারা ইন্ডিয়াকেই দায়ি করছে৷ তিনি জানিয়েছেন, বারবার তাদের অফিসে গিয়ে টাকা চাইলেও কেউ পাত্তা দিচ্ছে না তাকে৷ প্রতিবার তাকে শুধুমাত্র আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে তার জমা করা টাকার কোনও সন্ধান নেই। এই আর্থিক সঙ্কট শিবনাথের আশা ভেঙে দিয়েছে এবং তার ভবিষ্যৎ এখন অন্ধকারে। শিবনাথের গল্প কেবল তার নয়, বরং তাদের হাজার হাজার মানুষেরও যারা সাহারা ইন্ডিয়াতে বিনিয়োগ করেছেন এবং আজ তাদের টাকার জন্য ভুগছেন।
advertisement
সমস্তীপুর জেলার মহিদ্দীন নগর ব্লকের মাদুদাবাদে একটি মোবাইল দোকানে কাজ করা শিবনাথ কুমার লোকার ১৮-এর সঙ্গে কথা বলে তার দুঃখের গল্প শেয়ার করেছেন। তিনি বলেন, “আমি বড় আশা নিয়ে সাহারা ইন্ডিয়াতে প্রায় ১ লাখ টাকা জমা দিয়েছিলাম যাতে ওই টাকা দ্বিগুণ বা তিনগুণ হয় এবং আমরা একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারি। কিন্তু সাহারা ইন্ডিয়া আমাদের প্রতারণা করেছে।”
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Fraud Case: তিলে তিলে জমানো টাকা উধাও! বাড়ি তৈরির স্বপ্নও শেষ, ব্যক্তি দায়ি করলেন সাহারা ইন্ডিয়াকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement