Heart Attack: পিঠে প্রচণ্ড ব্যথা, ছুটি চেয়ে সকালে বস-কে মেসেজ কর্মীর! দশ মিনিট বাদেই সব শেষ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সকাল ৮.৩৭ মিনিটে নিজের বসকে ফোন করে পিঠে প্রচণ্ড ব্যথার কারণে ছুটি চেয়েছিলেন৷ ঠিক দশ মিনিট পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেসরকারি সংস্থার এক কর্মীর৷ শিউরে ওঠার মতো এই ঘটনাই ঘটেছে বেঙ্গালুরুতে৷ মৃত ওই ব্যক্তির টিম লিডারই স্তম্ভিত করে দেওয়ার মতো এই ঘটনা সমাজমাধ্যমে জানিয়েছেন৷
গত শনিবার কে ভি আইয়ার নামে ওই ব্যক্তি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, ‘আজ সকাল ৮.৩৭ মিনিটে শঙ্কর নামে আমার এক সহকর্মী মেসেজ করে জানান, পিঠে প্রচণ্ড ব্যথা হওয়ায় আজ আমি অফিসে আসতে পারছি না৷ আজ আমায় ছুটি নিতে হবে৷ আমি ভাবলাম এটা রুটিন বিষয়৷ সঙ্গে সঙ্গেই আমি ছুটি মঞ্জুর করি৷’
advertisement
এই কথোপকথনের কয়েক ঘণ্টার মধ্যেই শঙ্করের মৃত্যু সংবাদ পান তাঁর টিম লিডার৷ প্রথমে এই দুঃসংবাদকে তিনি বিশ্বাস করেননি৷ অন্য এক সহকর্মীর থেকে এই খবর সম্পর্কে নিশ্চিত হয়েই শঙ্করের বাড়িতে পৌঁছন কে ভি আইয়ার৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷
advertisement
কে ভি আইয়ার নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর সহকর্মী শঙ্কর ধূমপান, মদ্যপান করতেন না৷ শারীরিক ভাবে খুবই ফিট ছিলেন তিনি৷ একটি সন্তানও রয়েছে তাঁর৷ ছ বছর তাঁর টিমের অংশ ছিলেন শঙ্কর৷
advertisement
ঘটনাক্রমের যে বর্ণনা কে ভি আইয়ার দিয়েছেন, তা রীতিমতো ভয় ধরিয়ে দেওয়ার মতো৷ তিনি লিখেছেন, ‘শঙ্কর হৃদরোগে আক্রান্ত হন৷ সবথেকে অবিশ্বাস্য হল সকাল ৮.৩৭ মিনিটে শঙ্কর আমাকে ছুটি চেয়ে মেসেজ করে৷ আর ৮.৪৭ মিনিটে ও হৃদরোগে আক্রান্ত হয়৷ দশ মিনিট আগেও যে সম্পূর্ণ সজাগ, সচেতন ছিল, সে-ই হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল৷ এই ঘটনা আমকে হতভম্ব করে দিয়েছে৷’
advertisement
ওই ব্যক্তি আরও লিখেছেন, ‘জীবন একেবারেই অনিশ্চিত৷ তাই চারপাশে যাঁরা আপনাকে ঘিরে রয়েছে তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করুন এবং আনন্দে বাঁচুন৷ কারণ পরমুহূর্তেই কী অপেক্ষা করে রয়েছে, কেউ জানে না৷’ সমাজমাধ্যমে এই পোস্টটি যথেষ্টই ভাইরাল হয়৷ জীবন যে অনিশ্চয়তায় ভরা, সে বিষয়ে সহমত পোষণ করেছেন অনেকেই৷ মর্মান্তিক এই ঘটনা সম্পর্কে জেনে মৃতের পরিবারকেও বহু মানুষ সমবেদনা জানিয়েছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 15, 2025 1:02 PM IST