জিম করার সময়ে বুকে হাত দিয়ে বসে পড়লেন ব্যক্তি, পরের মুহূর্তেই ঘটল ভয়ানক ঘটনা
- Published by:Suvam Mukherjee
Last Updated:
জানা গিয়েছে, গত এক বছর ধরে তিনি প্রতিদিন জিমে ব্যায়াম করতেন।
#ইন্দোর: রোজকার মতোই সকলে জিম করছিলেন। তার মধ্যেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, জিম করার মাঝেই আচমকা অসুস্থ হয়ে যান এক ব্যক্তি। টেবিল ধরে কোনওরকমে রক্ষা পাওয়ার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। মৃতের নাম প্রদীপ রঘুবংশী। ইন্দোরের থ্যাতনামা ব্যবসায়ী তিনি।
রঘুবংশীর ছেলের বিয়ে হতে চলেছে ১৮ জানুয়ারি। তার ঠিক ১৩ দিন আগে এই দুর্ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, গত এক বছর ধরে তিনি প্রতিদিন জিমে ব্যায়াম করতেন। বৃহস্পতিবারও নিয়ম মতো জিমে আসেন। ট্রেডমিলে হাঁটার পর তিনি ঘামতে শুরু করেন। এর পরেই কিছুক্ষণের মধ্যে মেঝেতে লুটিয়ে পড়েন।
জিমের কয়েকজন প্রদীপ রঘুবংশীকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, প্রদীপ রঘুবংশী স্বাস্থ্য সচেতন ব্যক্তি। রোজ নিয়ম মেনে জিমে আসতেন।
advertisement
advertisement
জিম করার সময় তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতেন। ১৩ দিন পরেই ছিল ছেলের বিয়ে। তার আগেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা ঘটনার ছবি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 6:50 PM IST