Bizarre News: দেওয়ালে দেওয়ালে পোস্টার...হাতে কাগজ নিয়ে থানায় ঢুকল একজন! এমন অদ্ভুত কথা বলল, ভিড়মি খেল পুলিশও
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নিজেই নিজের নিখোঁজের পোস্টার নিয়ে থানায় হাজির হলেন এক ব্যক্তি। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটল ঝাড়খণ্ডের ছাতরা জেলায়।
ছত্তিসগড়: নিজেই নিজের নিখোঁজের পোস্টার নিয়ে থানায় হাজির হলেন এক ব্যক্তি। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটল ঝাড়খণ্ডের ছাতরা জেলায়। ওই থানায় নিজেরই নিখোঁজ পোস্টার নিয়ে হাজির হন মহম্মদ ইরশাদ।
গেরুয়া গ্রামের বাসিন্দা মহম্মদ ইরশাদ হান্টারগঞ্জ থানায় অভিযোগ জানাতে আসেন।
পুলিশ সূত্রে খবর, কিছু যুবক সমানে ওই তাঁকে উত্যক্ত করছিলেন। তাঁকে হেনস্থা করার ফলেই এই ধরনের পোস্টার সামনে আনা হয়।
advertisement
জানা গিয়েছে, দুই মাস ধরে জনা বারো যুবক ইরশাদকে সমানে হেনস্থা করে যাচ্ছিলেন। যখন ইরশাদ বাড়ি থেকে বেরোন তিনি এই ধরনের পোস্টার দেখতে পান। গোটা গ্রামের বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার তিনি দেখতে পান।
advertisement
আরও পড়ুন: ‘আমি তাকে খুন করেছি’,সহবাস সঙ্গিনী ও তার মেয়েকে খুন করে লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখল প্রেমিক
এই পোস্টার দেখে তিনি হকচকিয়ে যান, সেই পোস্টারে লেখা ছিল গত ৫ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন তিনি, যদি কোনও ব্যক্তি তাঁর খোঁজ পান তাহলে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করুন।
advertisement
ইরশাদের মতে, কিছু যুবক তাঁকে হেনস্থা করার জন্যই এই ধরনের কাণ্ড ঘটানো হয়েছে। এছাড়াও যখনই তিনি বাজারে যেতেন তখনই পাথর ছুড়ত। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 12:46 PM IST