Crime News: ‘আমি তাকে হত্যা করেছি...সে আমাকে মিথ্যা বলেছে...’, লিভ ইন পার্টনার তরুণী ও তার মেয়েকে খুন করে লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখল প্রেমিক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Crime News:পুলিশকেও হতবাক করে দিয়েছে এই হত্যাকাণ্ড। দেওয়ালে লিপস্টিক দিয়ে লেখা হৃদয়বিদারক স্বীকারোক্তি রক্ত জল করে দেয়।
ভোপাল: মধ্যপ্রদেশের বিদিশা জেলায় ঘটল হাড়হিম করা এক ভয়াবহ ঘটনা। অভিযোগ, এক ব্যক্তি তার সহবাস-সঙ্গী বা লিভ ইন পার্টনার এবং তাঁর তিন বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার পর তাঁদের মৃতদেহের পাশে বসে রাত কাটায়। ৮ নম্বর ওয়ার্ডে গঞ্জবাসোদার এলাকায় এই নৃশংস জোড়া খুনের ঘটনাটি ঘটেছে। এমনকি পুলিশকেও হতবাক করে দিয়েছে এই হত্যাকাণ্ড। দেওয়ালে লিপস্টিক দিয়ে লেখা হৃদয়বিদারক স্বীকারোক্তি রক্ত জল করে দেয়।
পুলিশের মতে, ৩৬ বছর বয়সি রামসখী কুশওয়াহা তাঁর স্বামীর থেকে বিচ্ছিন্ন ছিলেন। গত কয়েক মাস ধরে রাজা ওরফে অনুজ বিশ্বকর্মা নামে এক ব্যক্তির সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। স্থানীয়রা বলছেন যে এই জুটি প্রায়ই ঝগড়া করতেন। কিন্তু কেউ কল্পনাও করেননি যে এই অস্থির সম্পর্ক এত নৃশংস হত্যায় শেষ হবে।
মামলার সবচেয়ে উদ্বেগজনক পর্ব অপরাধের দৃশ্য থেকেই উঠে এসেছে। পালানোর পরিবর্তে, অনুজ রাতভর ঘরেই ছিল বলে অনুমান পুলিশের প্রাথমিক তদন্তে। রামসখী এবং তাঁর মেয়ে মানভির মৃতদেহের পাশে বসে ছিল। খুনের পর সে লিপস্টিক দিয়ে দেওয়ালে লিখেছিল: “আমি তাকে হত্যা করেছি… সে আমাকে মিথ্যা বলেছে… তার অন্য কারওর সঙ্গে সম্পর্ক ছিল…”
advertisement
advertisement
তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে যখন দেওয়ালে লিপস্টিক লেখা বার্তাটি দেখতে পান, তখন মামলাটি ভিন্ন মোড় নিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও সিসিটিভি প্রমাণ না থাকায়, দেওয়াললিখনই প্রথম বড় সূত্র হয়ে ওঠে। ফরেনসিক পরীক্ষা নিশ্চিত করে যে হত্যার কিছুক্ষণ পরেই বার্তাটি লেখা হয়েছিল, যা পুলিশকে ঘটনাপ্রবাহ নির্ধারণ করতে এবং সন্দেহভাজন ব্যক্তিকে দ্রুত শনাক্ত করতে সাহায্য করে।
advertisement
মামলার বিষয়ে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত চৌবে সংবাদমাধ্যমকে বলেন, “৩৬ বছর বয়সি ওই মহিলা তাঁর স্বামীর থেকে আলাদা থাকতেন এবং অনুজ বিশ্বকর্মার সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। আমাদের প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে যে মহিলা এবং তার মেয়ে দু’জনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।” খুন করার পর অভিযুক্ত অনুজ বরফশীতল প্রশান্তি নিয়ে হত্যাকাণ্ডের ঘরেই ছিল। স্বীকারোক্তির সময় তাঁর মানসিক প্রকৃতি কী ছিল, তা বিবেচনা করে পুলিশকর্তারা তার মানসিক অবস্থারও মূল্যায়ন করছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2025 11:58 AM IST