Odisha Lodge Incident: বার বার এই লজেই আসত যুগল, বন্ধ ঘরের ভিতরে শেষে প্রেমিকার সর্বনাশ! ছুটে এল পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তদন্তকারীরা জেনেছেন, এর আগেও তিন বার বেরহামপুরের ওই লজে সময় কাটিয়েছে ওই যুগল৷ ঘটনার দিন অভয় ফের তাঁর প্রেমিকাকে ওই লজে আসতে বলে৷
প্রেমিকাকে লজে ডেকে এনে কুপিয়ে খুন করল এক যুবক৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার বেরহমপুরে৷ নিজের প্রেমিকাকে খুন করার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত ওই যুবক৷
জানা গিয়েছে, মৃত ওই তরুণীর নাম প্রিয়া কুমারী মোহারানা৷ অন্যদিকে অভিযুক্ত ২৪ বছর বয়সি যুবকের নাম অভয় মোহারানা৷ সে বেরহামপুরের লানজিপল্লি এলাকার বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, নিজেদের বিয়ে নিয়ে বচসার জেরেই প্রেমিকাকে খুন করে ওই যুবক৷
তদন্তকারীরা জেনেছেন, এর আগেও তিন বার বেরহামপুরের ওই লজে সময় কাটিয়েছে ওই যুগল৷ ঘটনার দিন অভয় ফের তাঁর প্রেমিকাকে ওই লজে আসতে বলে৷
advertisement
advertisement
মঙ্গলবার বেরহামপুরের নতুন বাস স্ট্যান্ডের কাছে ওই লজটিতে বেলা সাড়ে এগারোটা নাগাদ প্রথমে পৌঁছয় অভয়৷ এর কিছুক্ষণ পর সেখানে যায় প্রিয়া৷ লজের ঘরে কিছুক্ষণ সময় কাটানোর পর বেলা তিনটে নাগাদ অভয় তার প্রেমিকাকে কুপিয়ে খুন করে৷
প্রেমিকাকে খুনের পর প্রথমে স্থানীয় একটি হাসপাতালে যায় অভয়৷ সেখানে নিজের হাতের ক্ষতর চিকিৎসা করায় সে৷ এর পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই যুবক৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 1:36 PM IST