লাঠির খোঁচা মেরে জাতীয় সঙ্গীত গাইয়েছিল পুলিশ, মৃত্যু হল সেই ব্যক্তির

Last Updated:

নিহত ওই ব্যক্তির নাম ফইজান (২৩)৷ তিনি দিল্লির উত্তরপূর্ব দিল্লির করদমপুরি অঞ্চলের বাসিন্দা৷ দিল্লির গুরু তেজবাহাদুর হাসপাতালে ফাইজানের মৃত্যু হয়৷

#নয়াদিল্লিঃ ভাইরাল ভিডিওতে দেখা গিয়ছিল ক্ষতবিক্ষত দেহগুলি মাটিতে পড়ে আছে৷ পুলিশ মৃতপ্রায় ব্যক্তিকে লাঠির খোঁচা মারছে আর জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করছে৷ দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল ভিডিওটি সামনে আসতেই৷ বৃহস্পতিবার দিল্লির হিংসার ঘটনায় ওই আহত ব্যক্তিদের একজন মারা গিয়েছে৷
নিহত ওই ব্যক্তির নাম ফইজান (২৩)৷ তিনি দিল্লির উত্তরপূর্ব দিল্লির করদমপুরি অঞ্চলের বাসিন্দা৷ দিল্লির গুরু তেজবাহাদুর হাসপাতালে ফাইজানের মৃত্যু হয়৷ মৃতের পরিবারের দাবি পুলিশি হেফাজতে নিয়ে ফাইজানকে বেধরক মারা হয়েছিল৷
দিল্লিতে সংঘর্ষ চলাকালেই একটি ভিডিও ভাইরাল হয়৷ সেখানে দেখা যায়, পাঁচ আহত ব্যক্তি রাস্তায় পড়ে কাতরাচ্ছে৷ বেশ কয়েকজন সশস্ত্র উর্দিধারীকেও দেখা যায় সেখানে৷ বলপ্রয়োগ করে জাতীয় সঙ্গীত গাওয়ানো হয় তাঁদের৷ লাঠি উঁচিয়ে দু’জনকে বলতে শোনা যায়, ‘আচ্ছি তারা গা৷’ওই পাঁচজনেরই একজন ফাইজান৷
advertisement
advertisement
ফাইজানের মায়ের দাবি, তাঁর ছেলে নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে সে অংশই নেয়নি৷ তাঁর অভিযোগ রাত একটা পর্যন্ত অপেক্ষা করলেও পুলিশ তাকে ফাইজানের সঙ্গে দেখা করতে দেননি৷ পরদিন দুপুরে তাঁকে যখন ডাকা হয়, তখন
ফাইজানের অবস্থা আশঙ্কাদজনক ছিল৷
গুরু তেজবাহাদুর হাসপাতালের চিকিৎসকদের কথায়,‘‘ফাইজানের মাথায় আঘাত ছিল৷ অভ্যন্তরীণ ক্ষতও ছিল তাঁর৷ রক্তচাপ অস্বাভাবিক কমে গিয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লাঠির খোঁচা মেরে জাতীয় সঙ্গীত গাইয়েছিল পুলিশ, মৃত্যু হল সেই ব্যক্তির
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement