Niti Aayog: পরশুই নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠক! গতবারের ঘটনার পরে এবছর কী করবেন মমতা? নজর সেদিকেই
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দিতে আসার কথা জানালেও, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
নয়াদিল্লি: নীতি আয়োগের ১০ম গভর্নিং কাউন্সিলের বৈঠক হতে চলেছে আগামী ২৪ মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এই বৈঠকে যোগ দেওয়ার কথা ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নরদের জানিয়ে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর।
অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা বৈঠকে যোগ দিতে আসার কথা জানালেও, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
advertisement
প্রসঙ্গত, গত বছর ২৭ জুলাই দিল্লিতে এসে এই বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বক্তব্য শেষ করতে পারেননি৷ বৈঠক ছেড়ে বেরোনোর সময় তিনি অভিযোগ তুলেছিলেন, বক্তব্যের মাঝেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। যা নিয়ে রাজনৈতিক চর্চাও হয়েছিল বিস্তর৷
advertisement
তবে এ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেন কি না, তা অবশ্য সময়ই বলবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
May 22, 2025 6:44 PM IST










