১২ দিনের বিদেশ সফরে মমতা, এই সময় বিপর্যয় মোকাবিলার জন্য ১১ জনের বিশেষ দল গড়লেন মুখ্যমন্ত্রী
Last Updated:
#কলকাতা: বিপর্যয় মোকাবিলায় বিশেষ দল গড়লেন মুখ্যমন্ত্রী। ১১ জন মন্ত্রীকে নিয়ে তৈরি হয়েছে মন্ত্রিগোষ্ঠী। পাশাপাশি ১৫জনকে নিয়ে বিশেষ কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দার্জিলিং সফরের সময় ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। আগামী ১৬ থেকে ২৮ শে সেপ্টেম্বর জার্মানি ও ইতালি সফরে যাচ্ছেন মমতা। সেসময় রাজ্যে কোনও বিপর্যয় ঘটলে মোকাবিলার দায়িত্বে থাকবে এই মন্ত্রিগোষ্ঠী ও বিশেষ কমিটি।
বিদেশে থাকাকালীন বিপর্যয় মোকাবিলার জন্য ১১ জনের বিশেষ দল গড়লেন মুখ্যমন্ত্রী ৷ মন্ত্রিগোষ্ঠীর চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায় ৷ ১৫ জনকে নিয়ে বিশেষ কমিটি গড়া হল ৷ ১৫ জনের দলে ডিজি, এডিজি(আইনশৃঙ্খলা), কমিটিতে রাজ্য নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ রয়েছেন ৷ রাজ্যে বিপর্যয় হলে সমন্বয় রেখে কাজের নির্দেশ ৷ মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সময় কাজ করবে এই বিশেষ দল ৷ মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের সময় ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ ৷ তার জেরেই এবার কমিটি গড়লেন মমতা ৷
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2018 5:21 PM IST