'অর্থমন্ত্রীর সঙ্গে যোগসাজশ করেই পালান মালিয়া'

Last Updated:

মোদি সরকারকে সরাসরি আক্রমণ করে রাহুলের অভিযোগ, 'জেটলি মিথ্যে বলছেন, তার সরকার মিথ্যে বলছে৷ একজন জালিয়াতের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী৷ একজন জালিয়াত বলছে, সে লন্ডন চলে যাচ্ছে, অর্থমন্ত্রী কেন সিবিআই, ইডি বা পুলিশকে জানালেন না?'

#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করা নিয়ে বিজয় মালিয়ার বোমা ফাটানোর পরেই বৃহস্পতিবার অর্থমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷
আরও পড়ুন: আমাকে দেখলেই দু'পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা: রাহুল গান্ধি 
প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে দেশ ছেড়ে পালানোর আগে সংসদে অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ বুধবারই লন্ডনে এই দাবি করেন বিজয় মালিয়া৷ এরপরই বিতর্ক তৈরি হয়৷ যদিও বিজেপি-র বক্তব্য, রাহুলের লন্ডন সফরের পরেই কেন মালিয়া এই ধরনের দাবি করল৷
advertisement
রাহুল গান্ধি রাহুল গান্ধি
advertisement
তবে বিজেপি যতই চেষ্টা করুক, মালিয়ার দাবি নিয়ে রাহুল একেবারে বিজেপি-কে নাস্তানাবুদ করতে তৈরি৷ এ দিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি বলেন, 'বিজয় মালিয়া গতকাল বলেছেন, দেশ ছাড়ার আগে তিনি অরুণ জেটলির সঙ্গে দেখা করেন৷ সব বৈঠকেই অরুণ জেটলি একটি করে ব্লগ লেখেন৷ জানি না কেন এই বৈঠকের কোনও ব্লগ লেখেননি৷ অর্থমন্ত্রী বলেছেন, তিনি নাকি খুব কম কথা বলেছিলেন মালিয়ার সঙ্গে, যা আসলে মিথ্যে কথা৷ যোগসাজশ রয়েছে বোঝাই যাচ্ছে৷ এই ঘটনার তদন্ত হওয়া উচিত৷ অর্থমন্ত্রী উচিত ততদিন পদত্যাগ করা৷'
advertisement
এরপরই মোদি সরকারকে সরাসরি আক্রমণ করে রাহুলের অভিযোগ, 'জেটলি মিথ্যে বলছেন, তার সরকার মিথ্যে বলছে৷ একজন জালিয়াতের সঙ্গে কথা বলছেন অর্থমন্ত্রী৷ একজন জালিয়াত বলছে, সে লন্ডন চলে যাচ্ছে, অর্থমন্ত্রী কেন সিবিআই, ইডি বা পুলিশকে জানালেন না?'
দেখুন ভিডিও: রাহুলকে ব্যঙ্গ মোদির, দেখুন...
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'অর্থমন্ত্রীর সঙ্গে যোগসাজশ করেই পালান মালিয়া'
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement