আমাকে দেখলেই দু’পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা: রাহুল গান্ধি
Last Updated:
লোকসভায় অনাস্থা প্রস্তাবের দিন রাহুল গান্ধির ‘জাদু কি ঝাপ্পি’ নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে ৷ প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার জন্য একাধিকবার বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধি ৷
#নয়াদিল্লি: লোকসভায় অনাস্থা প্রস্তাবের দিন রাহুল গান্ধির ‘জাদু কি ঝাপ্পি’ নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে ৷ প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার জন্য একাধিকবার বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধি ৷ এবার সেই নিয়েই বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি ৷ রাহুলের মন্তব্য, তাঁকে দেখলেই পিছু হঠছেন বিজেপি সাংসদরা ৷
রাহুল বলেন, ‘বিজেপি সাংসদরা ভাবছেন আমি তাদেরও আলিঙ্গন করব ৷ তাই আমাকে দেখলেই দু’স্টেপ পিছু হটছেন তাঁরা ৷’ একটি বই উদ্বোধনের বিশেষ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন রাহুল ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন উপ প্রধানমন্ত্রী এল কে আদবানীও ৷ সেই অনুষ্ঠানেই রাহুল এহেন মন্তব্য করেন ৷
advertisement
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘
বিজেপি নেতারা হতে পারেন বিরোধী দলের নেতা ৷ তাই দেশের শাসক দলের সঙ্গে রাজনীতির উদ্দেশে আমরা লড়াই করতেই পারি ৷ কিন্তু আমি আমার নিজস্ব মূল্যবোধ থেকে তাদের কখনই ঘৃণা করতে পারি না ৷ আমার চিন্তাভাবনা একেবারেই আলাদা ৷ অন্যদের চিন্তাভাবনার সঙ্গে আমার মিল হতেই হবে এমন কোনও কারণ নেই ৷’

advertisement
advertisement
একইসঙ্গে এদিন রাহুল কথায় উঠে আসে লালকৃষ্ণ আদবানীর প্রসঙ্গও ৷ রাহুল বলেন, ‘দেশের যেকোনও বিষয়ে আমি একেবারে ভিন্নমত পোষণ করি ৷ আমি আদবানীর সঙ্গেও লড়াই করতে পারি রাজনীতির প্রতিটি বিষয়ে ৷ কিন্তু তারমানে এই নয় যে, আদবানীকে ঘৃণা করা উচিত আমার ৷’
advertisement
পাপ্পুর জবাবে রাহুলের জাদু কি ঝাপ্পি ৷ লোকসভায় দাঁড়িয়ে মোদি সরকার বিশেষত নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একের পর এক তোপ দাগার ইতি হয়েছিল সৌজন্যের আলিঙ্গনে ৷ বলেছিলেন, আপনারা আমাকে পাপ্পু বলে গালাগাল দিতে পারেন, কিন্তু আমি আমার মূল্যবোধ থেকে আপনাদের সম্মানই করব ৷ ভাষণ শেষে সোজা বিরোধীদের আসনের দিকে হেঁটে গিয়ে নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন সোনিয়া পুত্র ৷ রাহুলের এমন সৌজন্যে অপ্রস্তুত মোদি থেকে বিজেপি সাংসদ ৷ বিরোধীরাও হতভম্ব হয়ে যান ৷ সেই ঘটনার পর ১ সপ্তাহ কেটে গেলেও বিতর্ক অব্যাহত ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
Location :
First Published :
July 27, 2018 11:55 AM IST