আমাকে দেখলেই দু’পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা: রাহুল গান্ধি

Last Updated:

লোকসভায় অনাস্থা প্রস্তাবের দিন রাহুল গান্ধির ‘জাদু কি ঝাপ্পি’ নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে ৷ প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার জন্য একাধিকবার বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধি ৷

#নয়াদিল্লি: লোকসভায় অনাস্থা প্রস্তাবের দিন রাহুল গান্ধির ‘জাদু কি ঝাপ্পি’ নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে ৷ প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার জন্য একাধিকবার বিজেপি নেতাদের তোপের মুখে পড়েছেন রাহুল গান্ধি ৷ এবার সেই নিয়েই বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি ৷ রাহুলের মন্তব্য, তাঁকে দেখলেই পিছু হঠছেন বিজেপি সাংসদরা ৷
রাহুল বলেন, ‘বিজেপি সাংসদরা ভাবছেন আমি তাদেরও আলিঙ্গন করব ৷ তাই আমাকে দেখলেই দু’স্টেপ পিছু হটছেন তাঁরা ৷’ একটি বই উদ্বোধনের বিশেষ অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন রাহুল ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন উপ প্রধানমন্ত্রী এল কে আদবানীও ৷ সেই অনুষ্ঠানেই রাহুল এহেন মন্তব্য করেন ৷
advertisement
একইসঙ্গে তিনি আরও বলেন, ‘
বিজেপি নেতারা হতে পারেন বিরোধী দলের নেতা ৷ তাই দেশের শাসক দলের সঙ্গে রাজনীতির উদ্দেশে আমরা লড়াই করতেই পারি ৷ কিন্তু আমি আমার নিজস্ব মূল্যবোধ থেকে তাদের কখনই ঘৃণা করতে পারি না ৷ আমার চিন্তাভাবনা একেবারেই আলাদা ৷ অন্যদের চিন্তাভাবনার সঙ্গে আমার মিল হতেই হবে এমন কোনও কারণ নেই ৷’
advertisement
advertisement
একইসঙ্গে এদিন রাহুল কথায় উঠে আসে লালকৃষ্ণ আদবানীর প্রসঙ্গও ৷ রাহুল বলেন, ‘দেশের যেকোনও বিষয়ে আমি একেবারে ভিন্নমত পোষণ করি ৷ আমি আদবানীর সঙ্গেও লড়াই করতে পারি রাজনীতির প্রতিটি বিষয়ে ৷ কিন্তু তারমানে এই নয় যে, আদবানীকে ঘৃণা করা উচিত আমার ৷’
advertisement
পাপ্পুর জবাবে রাহুলের জাদু কি ঝাপ্পি ৷ লোকসভায় দাঁড়িয়ে মোদি সরকার বিশেষত নরেন্দ্র মোদির উদ্দেশ্যে একের পর এক তোপ দাগার ইতি হয়েছিল সৌজন্যের আলিঙ্গনে ৷ বলেছিলেন, আপনারা আমাকে পাপ্পু বলে গালাগাল দিতে পারেন, কিন্তু আমি আমার মূল্যবোধ থেকে আপনাদের সম্মানই করব ৷ ভাষণ শেষে সোজা বিরোধীদের আসনের দিকে হেঁটে গিয়ে নরেন্দ্র মোদিকে জড়িয়ে ধরেন সোনিয়া পুত্র ৷ রাহুলের এমন সৌজন্যে অপ্রস্তুত মোদি থেকে বিজেপি সাংসদ ৷ বিরোধীরাও হতভম্ব হয়ে যান ৷ সেই ঘটনার পর ১ সপ্তাহ কেটে গেলেও বিতর্ক অব্যাহত ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আমাকে দেখলেই দু’পা পিছিয়ে যাচ্ছেন বিজেপি সাংসদরা: রাহুল গান্ধি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement