কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে বড়সড় হার৷ ২০১৬ সালের পর এই প্রথম রাজ্যে কোনও উপনির্বাচনে হারের মুখ দেখতে হল তৃণমূলকে৷ তার পরেও প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিজেপি-র থেকে ভোট পাওয়া নিয়ে কটাক্ষের সুরে অধীরকে বিঁধেছেন তৃণমূলনেত্রী৷
এ দিন সাগরদিঘির ফল ঘোষণার পরই অধীর চৌধুরী বলেন, 'আমরা স্বৈরাচারী রাজনীতিতে বিশ্বাস করি না৷ আমরা সবাইকে নিয়েই চলি৷ বামেরা আমাদের সঙ্গে লড়াই করেছেন, সহযোগিতা করেছেন৷ শুধু বামেরা কেন, আমার তো মনে হয় বিজেপি-র ভোটও আমরা পেয়েছি৷ তৃণমূলের যাঁরা সৎ, তাঁদের অনেকেও হয়তো আমাদের ভোট দিয়েছেন৷'
আরও পড়ুন: তৃণমূলের বিজয়রথ থামালেন, সাগরদিঘিতে বাইরনের উপরে কেন বাজি ধরেছিলেন অধীর?
অধীর চৌধুরীর এই মন্তব্যকেই হাতিয়ার করেন মুখ্যমন্ত্রী৷ সাগরদিঘিতে হারের জন্য বাম-কংগ্রেস-বিজেপি-র বিরুদ্ধে অনৈতিক জোটের অভিযোগ করেন মমতা৷ তিনি বলেন, 'আমরা কাউকে দোষ দিচ্ছি না৷ কিন্তু ওখানে অনৈতিক জোট হয়েছে৷ আমরা এর নিন্দা করছি৷ বিজেপি-র ফল দেখলেই বুঝতে পারবেন যে ওদের ভোট কংগ্রেসে গিয়েছে। অধীরদাকে আমি ধন্যবাদ জানাবো৷ অন্তত তিনি স্বীকার করে নিয়েছেন যে বিজেপি-র ভোট পেয়ে কংগ্রেস জয়ী হয়েছে৷'
২০১১ সাল থেকে সাগরদিঘি বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে ছিল৷ মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে ওই আসনে উপনির্বাচন হয়৷ ফল গণনা শুরু হতেই দেখা যায়, বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর থেকেই ক্রমশই পিছিয়ে পড়ছেন তৃণমূল প্রার্থী৷ শেষ পর্যন্ত ২২,৯৮০ ভোটে পরাজিত হন তৃণমূল প্রার্থী৷
উপনির্বাচনে তৃণমূলের হারের পর থেকেই রাজ্য রাজনীতিতে সাগরদিঘি মডেল নিয়ে চর্চা শুরু হয়েছে৷ ভোটের ফল প্রকাশের পরই অধীর চৌধুরী দাবি করেছেন, 'এই ফল গোটা রাজ্যে ট্রিগারের কাজ করবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় যে অপ্রতিরোধ্য নন, সাগরদিঘির ফলই তা প্রমাণ করে দিল৷'নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Adhir Ranjan Chowdhury, Mamata Banerjee, TMC