Sagardighi by election: তৃণমূলের বিজয়রথ থামালেন, সাগরদিঘিতে বাইরনের উপরে কেন বাজি ধরেছিলেন অধীর?

Last Updated:
আদতে মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা বাইরন পেশায় ব্যবসায়ী৷ বিড়ি, চা পাতার ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতাল, নার্সিং হোমের মালিক তিনি৷
1/8
 রাজ্য বিধানসভায় কংগ্রেসের শূন্যতা কাটালেন বাইরন বিশ্বাস৷ সাগরদিঘির উপনির্বাচনে ত়ৃণমূলের বিজয়রথ থামালেন তিনি৷
রাজ্য বিধানসভায় কংগ্রেসের শূন্যতা কাটালেন বাইরন বিশ্বাস৷ সাগরদিঘির উপনির্বাচনে ত়ৃণমূলের বিজয়রথ থামালেন তিনি৷
advertisement
2/8
 সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস৷
সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস৷
advertisement
3/8
আদতে মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা বাইরন পেশায় ব্যবসায়ী৷ বিড়ি, চা পাতার ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতাল, নার্সিং হোমের মালিক তিনি৷
আদতে মুর্শিদাবাদের ধুলিয়ানের বাসিন্দা বাইরন পেশায় ব্যবসায়ী৷ বিড়ি, চা পাতার ব্যবসার পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতাল, নার্সিং হোমের মালিক তিনি৷
advertisement
4/8
ভোটে জিতে বিধায়ক হলেও খুব বেশি দিন রাজনীতির সঙ্গে যোগ নেই বছর চৌত্রিশের এই কংগ্রেস প্রার্থীর৷ মাঝে কিছু দিন তৃণমূলের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল৷
ভোটে জিতে বিধায়ক হলেও খুব বেশি দিন রাজনীতির সঙ্গে যোগ নেই বছর চৌত্রিশের এই কংগ্রেস প্রার্থীর৷ মাঝে কিছু দিন তৃণমূলের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল৷
advertisement
5/8
 একে সংখ্যালঘু মুখ, তার উপর ব্যবসায়ী হিসেবে এলাকায় প্রভাব-প্রতিপত্তি, সেই কারণে সাগরদিঘিতে বাইরনকে বেছে নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷
একে সংখ্যালঘু মুখ, তার উপর ব্যবসায়ী হিসেবে এলাকায় প্রভাব-প্রতিপত্তি, সেই কারণে সাগরদিঘিতে বাইরনকে বেছে নিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷
advertisement
6/8
বাইরনের বাবা বাবর আলি বিশ্বাসেরও এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে৷ কারণ, এলাকার দুঃস্থ এবং নিম্নবিত্ত মানুষকে দান-ধ্যানের জন্য সুনাম রয়েছে তাঁর৷
বাইরনের বাবা বাবর আলি বিশ্বাসেরও এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে৷ কারণ, এলাকার দুঃস্থ এবং নিম্নবিত্ত মানুষকে দান-ধ্যানের জন্য সুনাম রয়েছে তাঁর৷
advertisement
7/8
দলের অনেক নেতা দাবিদার থাকলেও অভিজ্ঞ রাজনীতিক অধীর বাইরনকে দিয়ে একরকম ফাটকাই খেলেছিলেন সাগরদিঘিতে৷ প্রদেশ কংগ্রেস সভাপতির সেই সিদ্ধান্তই মাস্টারস্ট্রোক হিসেবে প্রমাণিত হল৷
দলের অনেক নেতা দাবিদার থাকলেও অভিজ্ঞ রাজনীতিক অধীর বাইরনকে দিয়ে একরকম ফাটকাই খেলেছিলেন সাগরদিঘিতে৷ প্রদেশ কংগ্রেস সভাপতির সেই সিদ্ধান্তই মাস্টারস্ট্রোক হিসেবে প্রমাণিত হল৷
advertisement
8/8
বাইরনের উপরে অধীরের অগাধ আস্থা৷ তার বিশ্বাস ভোটে জিতে দল বদলে তৃণমূলে যাবেন না বাইরন৷ কারণ তিনি সৎ, মানুষের পাশে থাকেন৷
বাইরনের উপরে অধীরের অগাধ আস্থা৷ তার বিশ্বাস ভোটে জিতে দল বদলে তৃণমূলে যাবেন না বাইরন৷ কারণ তিনি সৎ, মানুষের পাশে থাকেন৷
advertisement
advertisement
advertisement