বাংলা থেকে মীরাজি রাজ্যসভার প্রার্থী হলে সমর্থন জানাবে তৃণমূল কংগ্রেস: মমতা বন্দ্যোপাধ্যায়

Last Updated:

রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারকে রাজ্যসভার প্রার্থী করা হতে পারে ৷

#নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রাক্তন লোকসভার স্পিকার মীরা কুমারকে রাজ্যসভার প্রার্থী করা হতে পারে ৷ রাজ্যসভার জন্য পশ্চিমবঙ্গ থেকে কংগ্রেসের প্রার্থী করা বলে তাকে সমর্থন জানাবে তৃণমূল কংগ্রেস ৷ মঙ্গলবার দিল্লিতে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাজ্যসভার প্রার্থী হতে পশ্চিমবঙ্গ থেকে ৪২জন বিধায়কের সমর্থন দরকার হয় ৷ ২১১ জন বিধায়ক থাকায় তৃণমূল সহজেই রাজ্যসভায় ৫জন প্রার্থী পাঠাতে পারেন ৷ রাজ্যসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে তৃণমূল আগেই প্রার্থী দিয়েছে।
সোমবার কংগ্রেসের বৈঠকে মীরা কুমারকে প্রার্থী করা নিয়ে আলোচনা হয় ৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, রাজ্য কংগ্রেসের নেতারা ও AICC সাধারণ সম্পাদক সি পি জোশি ৷ তৃণমূল কংগ্রেস মীরাকুমারকে সমর্থন জানাবে বলে জানানো হয়েছে ৷
advertisement
advertisement
এর আগে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে তৃতীয় বার রাজ্যসভায় পাঠানোর নিয়ে সমর্থন জানাতে চেয়েছিল কংগ্রেস ৷ কিন্তু ইয়েচুরি তৃতীয়বারের জন্য রাজ্যসভার প্রার্থী হওয়া আপাতত অনিশ্চিত কারণ এর বিরোধিতা করেছেন বাংলারই কয়েকজন কেন্দ্রীয় কমিটির সদস্য ৷ সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেস সমর্থনের পক্ষে ৫০-৩০ ব্যবধানে হেরে যায় তিনি ৷ 
advertisement
এই পরিস্থিতিতে কৌশলী অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কংগ্রেস মীরা কুমারকে প্রার্থী করলে, সমর্থন দেবে তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাংলা থেকে মীরাজি রাজ্যসভার প্রার্থী হলে সমর্থন জানাবে তৃণমূল কংগ্রেস: মমতা বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement