Mamata Banerjee meets Sharad Pawar: দিল্লিতে পৌঁছেই পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতা! বুধবার আসছে কংগ্রেস, বামেরাও

Last Updated:

ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার মমতার ডাকা বৈঠকে হাজির থাকবেন তাঁদের দলের তিন প্রতিনিধি৷

শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷
শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷
#দিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে দিল্লিতে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামিকাল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী নেতাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ তার আগে দিল্লিতে নেমে আজই এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে গিয়ে বৈঠক শুরু করেছেন মমতা৷ এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন পাওয়ার৷
মমতা- পাওয়ার বৈঠক নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে যথেষ্ট কৌতূহল ছড়িয়েছে৷ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে রাজি করাতেই মমতা এনসিপি প্রধানের সঙ্গে তড়িঘড়ি সাক্ষাৎ করলেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে৷
ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার মমতার ডাকা বৈঠকে হাজির থাকবেন তাঁদের দলের তিন প্রতিনিধি৷ ফলে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে গত কয়েক মাসে যে দূরত্ব তৈরি হয়েছিল, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সেই দূরত্ব কমার ইঙ্গিত মিলেছে৷ ইতিমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গেও মমতার কথা হয়েছে৷
advertisement
advertisement
শুধু কংগ্রেস নয়, এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন লালু পুত্র তেজস্বী যাদবও৷ ফলে তাঁরও বুধবারের বৈঠকে যোগ দেওয়া একরকম নিশ্চিত৷ সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, বুধবারের বৈঠকে বামেদের তরফে সিপিএম সাংসদ এলামারাম করিম এবং বিনয় ভিস্বম উপস্থিত থাকবেন৷
advertisement
সবমিলিয়ে আটটি বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিরোধী শিবিরের মোট বাইশজন নেতাকে বুধবারের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ সেই তালিকায় রয়েছে সীতারাম ইয়েচুরি, পিনারাই বিজয়ন, অরবিন্দ কেজরীওয়াল, নবীন পট্টনায়েক, কে চন্দ্রশেখর রাও, এম কে স্ট্যালিনদের নাম৷
advertisement
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী কে হবেন তা এখনও স্পষ্ট নয়৷ শরদ পাওয়ােরর নাম শোনা গেলেও তিনি নিজে প্রার্থী হতে কতটা ইচ্ছুক, তা নিয়ে সংশয় থাকছে৷ বিরোধীরা ঐক্যবদ্ধ হলেই যে রাষ্ট্রপতি নির্বাচনে সাফল্য আসবে, সেই সম্ভাবনাও ক্ষীণ৷ কারণ সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট৷ কিন্তু জয় পরাজয়কে ছাপিয়ে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা একজোট হলে বিজেপি-কে জোরালো বার্তা দেওয়া যাবে৷ ২০২৪ সালের আগে তা যেমন পদ্ম শিবিরের চিন্তা বাড়াবে, তেমনই অতীতে বার বার বিরোধীদের ঐক্যবদ্ধ করার ব্যর্থ চেষ্টা ফের নতুন করে দিশা পাবে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee meets Sharad Pawar: দিল্লিতে পৌঁছেই পাওয়ারের সঙ্গে বৈঠকে মমতা! বুধবার আসছে কংগ্রেস, বামেরাও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement