Sharad Pawar: তাঁর উপরেই বাজি ধরছেন বিরোধীরা, রাষ্ট্রপতি নির্বাচনে আদৌ প্রার্থী হবেন পাওয়ার?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে তাঁকে সমর্থন জানাবে তারা৷
#মুম্বাই: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ফের বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন বিরোধীরা৷ রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে বিরোধী মুখ কে হবেন, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে৷
এ বিষয়ে আলোচনা করতে আগামিকাল দিল্লিতে বিরোধী নেতাদের একটি বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই বৈঠকে সোনিয়া গান্ধি থেকে শুরু করে বিরোধী শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মোট বাইশজন নেতাদকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ তালিকায় রয়েছে অরবিন্দ কেজরীওয়াল, পিনারাই বিজয়ন, নবীন পট্টনায়েক, কে চন্দ্রশেখর রাও, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, শরদ পাওয়ারদের নাম৷
advertisement
advertisement
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিরোধীরা শরদ পাওয়ারের নাম প্রস্তাব করতে পারেন, এমন জল্পনা বেশ কিছু দিন ধরেই ছড়িয়েছিল৷ কিন্তু এনসিপি সূত্রে খবর, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে শরদ পাওয়ার নিজে তিনি খুব একটা উৎসাহী নন৷ যদিও এ বিষয়ে তিনি এখনও দলের অন্দরেও স্পষ্ট ভাবে কিছু বলেননি বলেই খবর৷
advertisement
ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শরদ পাওয়ার রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে তাঁকে সমর্থন জানাবে তারা৷ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির বার্তা নিয়ে গত বৃহস্পতিবার মুম্বাইয়ে গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন৷ সূত্রের খবর, আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং-ও রবিবার শরদ পাওয়ারকে ফোন করেছিলেন৷
advertisement
এনসিপি-র এক নেতা জানিয়েছেন, পাওয়ার নিজে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার উপরেই সবথেকে বেশি জোর দিচ্ছেন৷ এই মুহূর্তে তিনি দিল্লিতেই রয়েছেন৷ সম্ভবত বুধবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে হাজির থাকবেন এনসিপি প্রধান৷ টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রপতি পদে বিরোধীদের প্রার্থী হিসেবে কংগ্রেসের গুলাম নবি আজাদের নাম নিয়েও চর্চা শুরু হয়েছে৷
advertisement
যদিও বিরোধীরা ঐক্যবদ্ধ ভাবে প্রার্থী দিলেও তাঁর পক্ষে রাইসিনা হিলসে যাওয়া সম্ভব কি না, তা নিয়ে সংশয় থাকছেই৷ কারণ বিজেপি-র হাতেই সংখ্যা রয়েছে৷ শুধুমাত্র লোকসভাতেই বিজেপি-র সদস্য সংখ্যা তিনশোর বেশি৷
রাষ্ট্রপতি পদপ্রার্থীকে জিতিয়ে আনতে যে সংখ্যক ভোটের প্রয়োজন, তার অর্ধেকের আশেপাশে সংখ্যা রয়েছে বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটের৷ তা ছাড়াও জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস এবং নবীন পট্টনায়েকের বিজেডি-র সমর্থনও সম্ভবত পাবে তারা৷ বিজেপি-র সামনে রামনাথ কোবিন্দকে পুনরায় মনোনয়ন দেওয়ার সুযোগ রয়েছে, আবার উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর নামও হাওয়ায় ভাসছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 14, 2022 12:14 PM IST