10 Lakh jobs in central government: দেড় বছরে ১০ লক্ষ সরকারি চাকরি! চব্বিশকে পাখির চোখ করে বড় নির্দেশ মোদির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
নরেন্দ্র মোদি জমানায় বার বারই বেকারত্ব এবং কর্মহীনতার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷
#দিল্লি: ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে অন্তত দশ লক্ষ নিয়োগ করতে চলেছে মোদি সরকার৷ এ দিন প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইটারেই এই তথ্য জানানো হয়েছে৷
পিএমও-র ট্যুইটে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে কেন্দ্রীয় সরকারের সব দফতর এবং মন্ত্রকের মানব সম্পদের পরিস্থিতি খতিয়ে দেখার পর আগামী আগামী দেড় বছরের মধ্যে দ্রুততার সঙ্গে দশ লক্ষ নিয়োগের নির্দেশ দিয়েছেন৷
PM @narendramodi reviewed the status of Human Resources in all departments and ministries and instructed that recruitment of 10 lakh people be done by the Government in mission mode in next 1.5 years.
— PMO India (@PMOIndia) June 14, 2022
advertisement
advertisement
নরেন্দ্র মোদি সরকারের আমলে বার বারই বেকারত্ব বৃদ্ধির অভিযোগে সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি৷ পাশাপাশি বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরেও দেশে ও দেশের বাইরে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে কেন্দ্রীয় সরকার৷ এই পরিস্থিতিতে দশ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা যে সরকারের ভাবমূর্তি অনেকটাই উজ্জ্বল করবে, তা বলার অপেক্ষা রাখে না৷
advertisement
যদিও প্রধানমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে তার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, '২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ যার অর্থ, আট বছরে ১৬ কোটি চাকরি হওয়ার কথা৷ সেই চাকরি কবে হবে?'
তৃণমূল সাংসদ শান্তনু সেনেরও দাবি, 'এসব প্রতিশ্রুতিতে মানুষ আর বিশ্বাস করবে না৷ ২০২৪ সালেই জবাব পাবেন প্রধানমন্ত্রী৷'
Location :
First Published :
June 14, 2022 10:38 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
10 Lakh jobs in central government: দেড় বছরে ১০ লক্ষ সরকারি চাকরি! চব্বিশকে পাখির চোখ করে বড় নির্দেশ মোদির