Mamata Banerjee: মুম্বইতে মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ মমতার, ফুল-উত্তরীয়-উষ্ণ অভ্যর্থনায় স্বাগত

Last Updated:

Mamata Banerjee: বৃহস্পতিবার রাতে মুম্বই পৌঁছেই মমতা সবার আগে দেখা করলেন শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। মমতা এইদিন দমদম বিমানবন্দরে নিজেই জানিয়েছিলেন আম্বানি পরিবারের উষ্ণ আমন্ত্রণেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া তাঁর।

মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানি সাক্ষাৎ
মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানি সাক্ষাৎ
মুম্বই: আম্বানি পরিবারের বিশেষ আমন্ত্রণে দু’দিনের মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে মুম্বই পৌঁছেই মমতা সবার আগে দেখা করলেন শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে। মমতা এইদিন দমদম বিমানবন্দরে নিজেই জানিয়েছিলেন আম্বানি পরিবারের উষ্ণ আমন্ত্রণেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া তাঁর।
সেইমতো তাই কলকাতা থেকে মুম্বই পৌঁছেই মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন মমতা। মুকেশ আম্বানির হাতে পুস্প স্তবক তুলে দিয়ে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রিলায়েন্স কর্তা। উষ্ণ অভ্যর্থনার আবহে দু’জনের মধ্যে কুশল বিনিময় চলে বেশ খানিকক্ষণ।
প্রসঙ্গত, মুম্বই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল সুপ্রিমোর। এদিন মুম্বই রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানান, উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন মমতা। শুক্রবার বিকেলে অখিলেশ যাদবের সঙ্গেও সাক্ষাৎপর্ব নির্ধারিত রয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেল ৪ থেকে ৫টার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতার দেখা-সাক্ষাৎ, কথাবার্তা হবে তৃণমূল সুপ্রিমোর। এরপর সন্ধেবেলা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার কলকাতায় ফিরে আসবেন মমতা।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: মুম্বইতে মুকেশ আম্বানির সঙ্গে সাক্ষাৎ মমতার, ফুল-উত্তরীয়-উষ্ণ অভ্যর্থনায় স্বাগত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement