Mamata Banerjee on Goa Visit: সরকার গঠনই লক্ষ্য, গোয়ায় পা দেওয়ার আগে বড় বার্তা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গেও তৃণমূলের জোট হতে পারে বলে খবর৷ গোয়া ফরওয়ার্ড পার্টির এক নেতাই এই দাবি করেছেন (Mamata Banerjee on Goa Visit)৷
#কলকাতা: গোয়া সফরের আগে সেখানকার মানুষের উদ্দেশে বিজেপি-কে হারানোর ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Goa Visit)৷ আগামী ২৮ অক্টোবর গোয়ায় পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর৷ তার আগে গোয়া সফর নিয়ে এই জোড়া ট্যুইট করেছেন তৃণমূলনেত্রী৷ গোয়ায় যে তৃণমূল সরকার (TMC in Goa) গঠনের লক্ষ্যেই এগোচ্ছে এ দিনের ট্যুইট বার্তাতেই তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
ট্যুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আগামী ২৮ অক্টোবর আমি গোয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছি৷ তার আগে প্রত্যেক ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলগুলির কাছে বিজেপি বিরোধী শক্তির সঙ্গে যোগ দেওয়ার আর্জি জানাচ্ছি যাচে বিজেপি-র বিভাজনমূলক উদ্দেশ্যকে পরাজিত করা যায়৷ গত দশ বছরে গোয়ার মানুষ যথেষ্ট ভুগেছেন৷'
As I prepare for my maiden visit to Goa on 28th, I call upon all individuals, organisations and political parties to join forces to defeat the BJP and their divisive agenda. The people of Goa have suffered enough over the last 10 years. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021
advertisement
advertisement
Together, we will usher in a new dawn for Goa by forming a new govt that will truly be a govt of the people of Goa and committed to realising their aspirations! #GoenchiNaviSakal (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) October 23, 2021
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও লিখেছেন, 'আমরা সবাই মিলে একটি নতুন সরকার গঠন করে গোয়ার জন্য নতুন ভোর নিয়ে আসব, যে সরকার প্রকৃত অর্থেই গোয়ার মানুষের জন্য কাজ করবে এবং তাঁদের আশা আকঙ্খা পূরণ করবে৷'
advertisement
গত কয়েক সপ্তাহ ধরেই গোয়ায় তৃণমূলের সংগঠনের বিস্তারের তৎপরতা শুরু হয়েছে৷ গোয়ার মাটিতে পা দিয়েই কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়েছে ঘাসফুল শিবির (TMC in Goa)৷ গোয়ার দু' বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো সহ বহু কংগ্রেস নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন৷ নামজাদা আরও বেশ কিছু ব্যক্তিত্ব তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন৷
শুধু তাই নয়, গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গেও তৃণমূলের জোট হতে পারে বলে খবর৷ গোয়া ফরওয়ার্ড পার্টির এক নেতাই এই দাবি করেছেন৷ ২০১৭ সালে গোয়ায় বিজেপি সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ গোয়া তৃণমূলে নামী আরও কোন কোন ব্যক্তিত্ব বা রাজনীতিক যোগ দেবেন অথবা সত্যিই আগামী বছর গোয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল অন্য কোনও দলের সঙ্গে জোট গড়বে কি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সময়ই তা স্পষ্ট হয়ে যেতে পারে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2021 4:23 PM IST