Mamata Banerjee on Ajit Pawar Death: বিমান দুর্ঘটনার যথাযথ তদন্তের দাবি, অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে হতবাক মমতা!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকালে মহারাষ্ট্রের বারামতীতে চার্টার্ড বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার সহ ৫ জনের৷
বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে এই বিমান দুর্ঘটনার যথাযথ তদন্তেরও দাবি জানিয়েছেন তৃণমূলনেত্রী৷
এ দিন সকালে মহারাষ্ট্রের বারামতীতে চার্টার্ড বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার সহ ৫ জনের৷ ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে দাবি করা হচ্ছে৷
Deeply shocked and stunned by the suddden demise of Ajit Pawar! The Deputy Chief Minister of Maharashtra and his co-passengers have died in a disastrous plane crash at Baramati today morning, and I am feeling a deep sense of loss.
My condolences to his family including his uncle…
— Mamata Banerjee (@MamataOfficial) January 28, 2026
advertisement
advertisement
এই দুর্ঘটনার খবর পেয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘অজিত পওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত এবং হতবাক৷ আজ সকালে বারামতীতে বিধ্বংসী বিমান দুর্ঘটনায় যেভাবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার এবং তাঁর সহযাত্রীদের মৃত্যু হয়েছে, আমি তাতে ব্যক্তিগত ক্ষতি অনুভব করছি৷’
এর সঙ্গেই মুখ্যমন্ত্রী যোগ করেছেন, ‘এই বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করছি৷’
advertisement
এখনও পর্যন্ত পওয়া খবর অনুযায়ী, এ দিন সকাল ৮.১০ মিনিট নাগাদ একটি চার্টার্ড বিমানে মুম্বই থেকে পুণের বারামতীর উদ্দেশ্যে রওনা দেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার৷ কিন্তু বারামতী পৌঁছনোর আগেই জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি ভেঙে পড়ে তাতে আগুন ধরে যায়৷ অজিত পওয়ার ছাড়াও বিমানে তাঁর ব্যক্তিগত দেহরক্ষী, একজন সহায়ক এবং পাইলট সহ দু দু জন বিমানকর্মী ছিলেন৷ দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যু হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 10:45 AM IST











