Mamata Banerjee in Goa: 'গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি, কিন্তু দিল্লির দাদাগিরি আর নয়', বিজেপি-কে হুঁশিয়ারি মমতার

Last Updated:

এ দিন গোয়ায় গিয়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মৎস্যজীবীদের দুর্দশা, মহিলাদের নিরাপত্তার মতো ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Goa)৷

গোয়ায় দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷
গোয়ায় দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়৷
#পানাজি: গোয়ায় তিনি মুখ্যমন্ত্রী হতে আসেননি৷ গোয়ায় তিনি বহিরাগতও নন৷ গোয়ায় মাটিতে পা দিয়ে দলীয় বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই এমনই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার হুঁশিয়ারি, গোয়ায় বিজেপি-র সাইনবোর্ড দেখতে চান না তিনি (Mamata Banerjee in Goa)৷
এ দিন সকালে গোয়া তৃণমূলের (TMC in Goa)বৈঠকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তিনি বলেন, 'গোয়ার সঙ্গে বাংলার তিনটি বিষয়ে মিল আছে৷ মাছ, ফুটবল আর লোকসংস্কৃতি ভালবাসে দুই রাজ্যই আমি গোয়ায় বহিরাগত নই৷ আমি একজন ভারতীয়৷ দেশের যে কোনও প্রান্তে আমি যেতে পারি৷ বাংলা আমার মাতৃভূমি হলে গোয়াও আমার মাতৃভূমি৷' মমতা আরও বলেন, 'বাংলা এখন অত্যন্ত শক্তিশালী একটি রাজ্য৷ আমরা চাই গোয়াও সেরকম শক্তিশালী হয়ে উঠুক, গোয়ায় নতুন ভোর আসুক৷'
advertisement
advertisement
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Goa) গোয়া বিমানবন্দরে নামার পরই তাঁকে কালো পতাকা দেখান বেশ কয়েকজন৷ মমতার ছবি দেওয়া তৃণমূলের হোর্ডিং, পোস্টারও ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এগুলো ভাল লক্ষণ৷ তার মানে ওরা ভয় পেয়েছে৷ ওদের কোনও সংস্কৃতি নেই৷ কাল বিমানবন্দরের বাইরে কুড়ি, পঁচিশজন আমাকে কালো পতাকা দেখালো৷ আমি পাল্টা নমস্কার করেছি৷ গোয়ার মানুষ বিজেপি-কে খুব শিগগিরই ব্ল্যাকলিস্ট করবে৷'
advertisement
বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, 'আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷ কিন্তু দিল্লির দাদাগিরি আর চলবে না৷ গোয়ায় নতুন ভোর আসবে৷' মমতার অভিযোগ, গোয়াতেও তৃণমূলকর্মীদের উপরে আক্রমণ করছে বিজেপি৷
এ দিন গোয়ায় গিয়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মৎস্যজীবীদের দুর্দশা, মহিলাদের নিরাপত্তার মতো ইস্যু নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ গোয়ায় তৃণমূল যে মহিলাদের ক্ষমতায়ণের উপরে জোর দেবে, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূলনেত্রী৷ তৃণমূল ক্ষমতায় এলে গোয়ায় মহিলা এবং যুব সম্প্রদায়ের উন্নতিতে সবথেকে বেশি জোর দেবে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
বাংলায় লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, গতিধারা, কন্যাশ্রীর মতো বিভিন্ন সরকারি প্রকল্পের কথাও তুলে ধরেন মমতা৷ তৃণমূলনেত্রী বলেন, বাংলায় এতকিছু করতে পারলে গোয়ার মতো ছোট রাজ্যে এগুলি করা কোনও ব্যাপারই নয়৷ আমি গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি৷ আমি দেখতে চাই দুর্নীতি মুক্ত, নীতি পরায়ণ, মানুষের জন্য কাজ করবে এমন সরকার গোয়ায় ক্ষমতায় আসুক৷ গোয়ার সরকার গোয়ার মানুষের দ্বারা এবং গোয়ার মানুষের জন্যই কাজ করবে৷ আমরা শুধু বাইরে থেকে সাহায্য করব৷ সেটা কীভাবে করতে হয় আমরা জানি৷'
advertisement
এ দিনও নাম না করে কংগ্রেস সহ অন্যান্য দলগুলিকে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, অন্যান্য দলগুলির মতো বিজেপি-র কাছে বিক্রি হবে না তৃণমূল৷ কংগ্রেসের নাম না করে তিনি অভিযোগ করেন, 'আপনারা দেরি করেছিলেন বলেই বিজেপি এখানে সরকার গঠন করেছিল৷ ফের সেরকম হবে না তার নিশ্চয়তা কী? আমরা কীভাবে আপনাদের বিশ্বাস করব? গোয়ার মানুষ আমাদের বিশ্বাস করলে গোয়ার উন্নয়নে তৃণমূল নিজেদের একশো শতাংশ দেবে৷ ' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে মাঝেমধ্যেই গোয়ায় আসবেন তিনি৷ এ দিনই গোয়ায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী নাফিসা আলি এবং টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Goa: 'গোয়ার মুখ্যমন্ত্রী হতে আসিনি, কিন্তু দিল্লির দাদাগিরি আর নয়', বিজেপি-কে হুঁশিয়ারি মমতার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement