Mamata Banerjee to visit Haryana: হরিয়ানায় যেতে চান মমতা, কাজ শুরুর নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তৃণমূলের যোগদানের জন্য এ দিন রীতিমতো নিজের অনুগামীদের নিয়ে দিল্লি এসেছিলেন অশোক তনওয়ার (Ashok Tanwar in TMC)৷
#দিল্লি: ত্রিপুরা, গোয়ার পর কি এবার তৃণমূলের টার্গেট উত্তর ভারত? এ দিন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে কীর্তি আজাদ, অশোক তনওয়ার এবং পবন ভার্মার তৃণমূলে যোগদানের পর সেই পরিকল্পনাই স্পষ্ট হচ্ছে (TMC Targets Haryana)৷ বিশেষত হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তনওয়ারের যোগদানের পর তাঁর অনুগামীদের উদ্দেশে বার্তায় মমতা নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই হরিয়ানায় যেতে চান তিনি৷ হরিয়ানায় তৃণমূলের সভা ডাকারও নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷
তৃণমূলের যোগদানের জন্য এ দিন রীতিমতো নিজের অনুগামীদের নিয়ে দিল্লি এসেছিলেন অশোক তনওয়ার (Ashok Tanwar in TMC)৷ তাঁর অনুরোধেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখনই তিনি জানান, তৃণমূলের সংগঠন গড়ে তুলতে গোটা হরিয়ানায় ঘুরবেন অশোক৷ দিল্লি থেকে ফিরে গিয়েই হরিয়ানায় দলের সংগঠন গড়ে তুলতে সবাইকে কাজ শুরু করার নির্দেশ দেন তৃণমূলনেত্রী৷ তার পর দ্রুত তৃণমূলের সভা ডাকার নির্দেশও দিয়েছেন মমতা৷ তিনিই নিজেই যে হরিয়ানায় যেতে আগ্রহী, সেকথাও জানান মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনাদের সবাইকে নিয়ে চলব৷ এখান থেকে ফিরে গিয়েই কাজ শুরু করুন৷ যত দ্রুত আমায় ডাকবেন, তত দ্রুত হরিয়ানায় আসব৷ দিল্লি থেকে হরিয়ানার দূরত্ব সামান্যই৷ দেশের জন্য বিজেপি-কে হারাতে আপনারা বড় সিদ্ধান্ত নিয়েছেন৷ তার জন্য সবাইকে ধন্যবাদ৷'
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অশোক তনওয়ার তৃণমূলের প্রচারে খুব শিগগিরই গোয়া যাবেন৷ কলকাতায় এসেও দলের গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন তিনি৷ হরিয়ানার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তনওয়ার সিরসা কেন্দ্র থেকে লোকসভার সাংসদও নির্বাচিত হয়েছিলেন৷ কিন্তু ২০১৯ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে টিকিট বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেস ছাড়েন তিনি৷
advertisement
এর পর ২০২১ সালে নিজের দল আপনা ভারত মোর্চা গঠনের ঘোষণা করেছিলেন অশোক৷ শেষ পর্যন্ত অবশ্য তৃণমূলেই যোগদান করলেন প্রাক্তন এই কংগ্রেস নেতা৷ অশোকের জনভিত্তিকে কাজে লাগিয়েই হরিয়ানায় নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে তৃণমূল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2021 8:13 PM IST