খবর প্রকাশ করার তাড়াহুড়োতে একী মারাত্মক ভুল করল এই নিউজ চ্যানেল

Last Updated:

তাড়াহুড়ো করতে গিয়ে এমনই একটি ভুলের স্বীকার হয়েছে একটি বড় ব্র্যান্ডের ওয়েবসাইট যার জেরে এখন খবরে রয়েছেন তারা নিজেরাই ৷

#মুম্বই: ব্রেকিং নিউজ তাড়াতাড়ি দেখানোর চোটে অনেক সময় নিউজ চ্যানেলগুলি ভুল করে থাকে ৷ এবার তাড়াহুড়ো করতে গিয়ে এমনই একটি ভুলের স্বীকার হয়েছে একটি বড় ব্র্যান্ডের ওয়েবসাইট যার জেরে এখন খবরে রয়েছেন তারা নিজেরাই ৷ জানা গিয়েছে, এই ওয়েবসাইটি হল হিন্দি নিউজ চ্যানেল (aajtak.intoday.in) ৷
সোমবার রাতে নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় জনপ্রিয় অসমিয়া অভিনেত্রী ও গায়িকা বিদিশা বেজবরুয়া ঝুলন্ত দেহ ৷ সম্প্রতি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জগ্গা জাসুস’-এ দেখা গিয়েছিল তাঁকে ৷
খবরটি পাওয়ার পর থেকেই সমস্ত নিউজ চ্যানেলে তা দেখানো শুরু হয়ে যায় ৷ পাঠকের কাছে খবরটি পৌঁছে দিতে আজতকের ওয়েবসাইটও নিউজটি তাড়াতাড়ি প্রকাশ করতে উঠে পড়ে লাগে ৷ কিন্তু তাড়াহুড়োতে করে ফেলে একটি মারাত্মক ভুল ৷ খবর ঠিক প্রকাশ করলেও অভিনেত্রীর ছবির জায়াগায় দেওয়া হয় গায়িকা মোনালি ঠাকুরের ছবি ৷
advertisement
advertisement
এরপর মোনালি ঠাকুর নিজে এই বিষয়ে ট্যুইট করেন ৷ আজতকের খবরের স্ক্রিনশট নিয়ে ট্যুইটে তিনি প্রশ্ন করেন, ‘এই বিষয়ে আপনাদের কী বলার আছে @aajtak, এটা অত্যন্ত লজ্জাজনক ৷ এর থেকে  দায়িত্বহীনতার পরিচয় পাওয়া যায় ৷’ পাশাপাশি তিনি আরও জানান যে ভালো হয়েছে তার বাবা মা এটা দেখেনি ৷ নাহলে তারা অকারণে চিন্তায় পড়ে যেতেন ৷ আমি বেঁচে আছি এবং আমার স্যুইসাইড করার কোনও কারণ নেই ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
খবর প্রকাশ করার তাড়াহুড়োতে একী মারাত্মক ভুল করল এই নিউজ চ্যানেল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement