Mahua Moitra: মহুয়ার বহিষ্কারে সিলমোহর এথিক্স কমিটির! সুপারিশে ভোট ৬ সদস্যের! ডিসেম্বরে বড় সিদ্ধান্ত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mahua Moitra: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগের তদন্তে সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ অনুমোদন করল এথিক্স কমিটি। সূত্রের খবর, সুপারিশের পক্ষে ভোট দিয়েছেন ছ'জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন চারজন।
নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগের তদন্তে সাংসদ পদ থেকে বহিষ্কারের সুপারিশ অনুমোদন করল এথিক্স কমিটি। সূত্রের খবর, সুপারিশের পক্ষে ভোট দিয়েছেন ছ’জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন চারজন।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারেরই সুপারিশ করল এথিক্স কমিটি। টাকা এবং উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা এবং লোকসভার পোর্টালে প্রবেশের পাসওয়ার্ড অন্যকে দেওয়ার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে। প্রথম অভিযোগ অস্বীকার করলেও দ্বিতীয়টি প্রকাশ্যেই মেনে নেন তিনি। সব পক্ষের সঙ্গে কথা বলার পর এথিক্স কমিটি তৃণমূল সাংসদকে বহিষ্কারের সুপারিশ করল স্পিকার ওম বিড়লার কাছে।
advertisement
advertisement
এথিক্স কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে ৫০০ পাতার খসড়া রিপোর্ট অনুমোদিত হয়েছে। এথিক্স কমিটি এবার রিপোর্ট পাঠাচ্ছে লোকসভার স্পিকারের কাছে। তার পর ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে লোকসভায় ওই রিপোর্ট পেশ করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2023 5:45 PM IST