Maharastra News: প্রেমিকের দেহকে বিয়ে! পরিবারই করেছে বিশ্বাসঘাতকতা, মহারাষ্ট্র কাণ্ডে সরাসরি অভিযোগ তরুণীর

Last Updated:

ওই তরুণী বলেন, ‘‘আমরা তিন বছর সম্পর্কে ছিলাম৷ অনেক স্বপ্ন দেখেছিলাম৷ আমার ভাইয়েরা আমাদের বলেছিল আমাদের বিয়ের ব্যবস্থা করবে৷ কিন্তু, ওরা শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে৷’’

News18
News18
মুম্বই: প্রেমিকের মৃতদেহকে তাঁর বিয়ে করার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই৷ মহারাষ্ট্রে ভিন্ন জাতিতে প্রেমে সম্মানরক্ষায় পিটিয়ে খুনের সেই ঘটনা ঘিরে এখন সরগরম গোটা রাজ্য৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তরুণীর ভাইদের৷ এবার প্রেমিককে খুনের ঘটনায় নিজের পরিবারের বিরুদ্ধেই বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন তরুণী৷
মহারাষ্ট্রের নান্দেড়ের বাসিন্দা ২১ বছরের আঁচল মামিদ্বার জানাচ্ছেন, তাঁর পরিবারের ২ সদস্য ২ পুলিশকর্মীর উস্কানিতেই হামলা চালানো হয়েছিল তাঁর প্রেমিক বছর কুড়ির সক্ষম টাটের উপর৷
আঁচলের দাবি, তাঁদের দু’জনকেই ভুল বুঝিয়েছিল তাঁর পরিবার৷ তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে তাঁদের বিয়ে মেনে নেওয়া হবে৷
advertisement
advertisement
ওই তরুণী বলেন, ‘‘আমরা তিন বছর সম্পর্কে ছিলাম৷ অনেক স্বপ্ন দেখেছিলাম৷ আমার ভাইয়েরা আমাদের বলেছিল আমাদের বিয়ের ব্যবস্থা করবে৷ কিন্তু, ওরা শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করেছে৷’’
আঁচলের অভিযোগ, ধীরজ কোমলোয়ার এবং মাহিত আসরওয়ার নামের দুই পুলিশকর্মী তাঁর ভাইদের সক্ষমের উপরে হামলা চালানোর জন্য উস্কানি দেয়৷ ঘটনার দিন আঁচলের ছোট ভাই তাকে জোর করে থানায় নিয়ে গিয়ে তাঁর প্রেমিক সক্ষমের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করার জন্য চাপ দিচ্ছিল৷
advertisement
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আঁচলের ভাই হিমেশ মামিদ্বারের সাথে ঝগড়া শুরু হওয়ার সময় সক্ষম তার বন্ধুদের সাথেই ছিল। হিমেশের অভিযোগ, সেই সময় সক্ষম তাকে গুলি করে। এরপর সে সক্ষমের মাথায় টালি দিয়ে মারে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
advertisement
হিমেশ, তাঁর ভাই সাহিল, তাঁদের বাবা গজানন মামিদ্বার সহ এই ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এর অধীনে খুন, বেআইনি সমাবেশ এবং হিংসার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷ পাশাপাশি, এসসি/এসটি (নৃশংসতা প্রতিরোধ) আইন এবং অস্ত্র আইনের অভিযোগও আনা হয়েছে সেখানে।
পরের দিন সন্ধ্যায়, সক্ষমের শেষকৃত্যের প্রস্তুতি চলাকালীন, আঁচল তাঁর বাড়িতে গিয়ে সক্ষমের মৃতদেহকে “বিয়ে” করে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharastra News: প্রেমিকের দেহকে বিয়ে! পরিবারই করেছে বিশ্বাসঘাতকতা, মহারাষ্ট্র কাণ্ডে সরাসরি অভিযোগ তরুণীর
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement