এ কেমন গিফট! মাথায় হাত মহিলা, খোয়ালেন কোটি টাকা

Last Updated:

Police: মহিলার দাবি, চলতি বছরে জুনে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে।

মহিলা। -প্রতীকী ছবি
মহিলা। -প্রতীকী ছবি
#আলিবাগ: সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড রিকোয়েস্ট। সেখান আলাপ এবং পরে সেই আলাপ গড়িয়েছে বন্ধুত্বেও। মুম্বইয়ের বাসিন্দা এক মহিলা কখনও বুঝে উঠতেও পারেননি যে কী হতে চলেছে তাঁর সঙ্গে। ওই মহিলার দাবি, চলতি বছরে জুনে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে।
ম্যাঞ্চেস্টারের বাসিন্দা এক যুবক ওই মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সেখান থেকে দুজনের মধ্যে আলাপ হয়। সেই আলাপ পরে বন্ধুত্বে গড়ায়। মহিলার দাবি, কয়েকদিন পরে ওই যুবক তাঁকে জানায় একটি উপহার দেওয়া হবে বলে। প্রথমে ওই মহিলা উপহার নেওয়ার বিষয়ে রাজি ছিলেন না। কিন্তু পরে রাজি হয়ে যান।
ওই যুবক জানায়, প্রচুর সোনা উপহার দেওয়া হবে ওই মহিলাকে। কিন্তু পরে আবার ওই মহিলাকে বলা হয় সোনা দেওয়ার জন্য শুল্ক বাবদ প্রায় ১ কোটি ১২ লাখ টাকা দিতে হবে। এই টাকা দেওয়ার জন্য বিভিন্ন নম্বর থেকে ফোন আসতে থাকে ওই মহিলার কাছে।
advertisement
advertisement
শেষে ওই মহিলাও দিয়ে দেন টাকা। কিন্তু মহিলার অভিযোগ, টাকা দিয়ে দেওয়ার পরে ওই যুবক আর যোগাযোগ করেনি তাঁর সঙ্গে। এমনকী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে ফোনেও ওই যুবকের সঙ্গে আর যোগাযোগ করে উঠতে পারেননি তিনি। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
advertisement
ঘটনার তদন্ত শুরু করেছে আলিবাগ থানার পুলিশ। ওই মহিলা মহারাষ্ট্রের বাসিন্দা। স্থানীয় একটি আদালতে কর্মরত ছিলেন। পরে তিনি অবসর নেন। এতো টাকা দিয়ে এখন বেজায় বিপাকে পড়েছেন ওই মহিলা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এ কেমন গিফট! মাথায় হাত মহিলা, খোয়ালেন কোটি টাকা
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement