John Barla: গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী, জরিমানা দিয়ে মিলল জামিন

Last Updated:
আদালত চত্বরে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা৷
আদালত চত্বরে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা৷
#প্রবীর কুণ্ডু, কোচবিহার: তুফানগঞ্জ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিন নিলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা৷ এ দিন তুফানগঞ্জ আদালতে দলের কর্মীদের সঙ্গে নিয়ে আসেন তিনি। শেষ পর্যন্ত জরিমানা দিয়ে এ দিন আদালত থেকে জামিন পান তিনি৷
২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অনুমতি না নিয়েই বাইক মিছিল করার অভিযোগ ওঠে জন বার্লার বিরুদ্ধে৷ বক্সিরহাট থানায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জন বার্লার সহ চারজনের বিরুদ্ধে দায়ের হয় এফআইআর৷
বাকি তিনজন আদালতে হাজিরা দিয়ে জামিন নিলেও সেই পথে হাঁটেননি আলিপুরদুয়ারের সাংসদ৷ সেই মামলাতেই গত ১৫ নভেম্বর শেষ বারের মতো জন বার্লাকে তুফানগঞ্জ আদালতে পেশ হওয়ার নির্দেশ দেওয়া হয়৷ যদিও জন বার্লা অথবা তাঁর কোনও প্রতিনিধি হাজিরা দেননি৷ ফলে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত৷
advertisement
advertisement
এর পরেই এ দিন সকালে তুফানগঞ্জ আদালতে আসেন জন বার্লা৷ আদালতে এসে নিয়ম মতো আত্মসমর্পণ করে জামিন পাওয়ার আবেদন করেন তিনি৷ নির্দিষ্ট জরিমানার বিনিময়ে জামিন পান কেন্দ্রীয় মন্ত্রী৷
advertisement
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন জন বার্লা৷ তাঁর দাবি, ইচ্ছাকৃত ভাবে তাঁকে হেনস্থা করতেই এই মামলা নিয়ে তৎপর হয়েছে প্রশাসন৷ কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, পূর্ব পরিকল্পিত ভাবে কোনও বাইক মিছিল তিনি করেননি৷ একটি রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার সময় তাঁর কিছু অনুগামী বাইকে করে তাঁকে অনুসরণ করে এসেছিলেন৷
সরকারি আইনজীবী অবশ্য জানিয়েছেন, আগামী ৯ ফেব্রুয়ারি ফের কেন্দ্রীয় মন্ত্রীকে আদালতে হাজিরা দিতে হবে৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
John Barla: গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী, জরিমানা দিয়ে মিলল জামিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement